সুপার লিগ নিশ্চিত হয়েছে আগেই। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা। সমান গুরুত্বের প্রতিটি ম্যাচের পয়েন্ট এখন বাড়তি পাওয়া। সেজন্য আরো সিরিয়াস আবাহনী লিমিটেড।

তাইতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেও নিজেদের সেরা খেলাটা খেলল আবাহনী। বিকেএসপিতে প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে।

আগে ব্যাটিংয়ে নেমে আবাহনী লিমিটেড ৯ উইকেটে ২৯০ রান করে। জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস খেমে যায় ১৫৭ রানে।

আরো পড়ুন:

মাঠে ফিরেই নির্বাচকদের দিকে নাসিরের আঙুল

অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর

আবাহনীর এই ম্যাচেরও নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। গত ম্যাচে ৪ উইকেট নিয়ে আবাহনীকে জিতিয়েছিলেন তিনি। এবার অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন। প্রথমে ব্যাট হাতে ৪২ বলে ২ ছক্কায় ৩৭ রান করেন। পরবর্তীতে বল হাতে ২৯ রানে নেন ৩ উইকেট।

তাতে আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায় অতি সহজে। দশ ম্যাচে এটি আবাহনীর নবম জয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছেন শীর্ষে। লিগের রাউন্ড রবিন লিগের শেষ রাউন্ডের খেলায় আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান। এর আগে দারুণ জয়ে মোসাদ্দেক, শান্তরা নিজেদের ঝালিয়ে নিলেন।

প্রাইম ব্যাংকের এটি দশ ম্যাচে পঞ্চম হার। শেষ রাউন্ডের ম্যাচে তারা জিততে না পারলে সুপার লিগে উঠা কঠিন হয়ে যাবে।

আবাহনীর জয়ের দিনে রান পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ৭১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৯ রান করেন। এই ইনিংস খেলে রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ১০ ইনিংসে তার রান ৫৫৩। সমান ইনিংসে ৫৮২ রান নিয়ে শীর্ষে নাঈম শেখ। ফিফটির স্বাদ পেয়েছেন অধিনায়ক নাজমুলও। ৭০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে।

এছাড়া মুমিনুল ১৭, মিথুন ১৫ রান করেন। শেষ দিকে মোসাদ্দেকের ৩৭, রাকিবুলের ১৪, রিপনের ১৭ রানে আবাহনীর রান তিনশর কাছাকাছি পৌঁছায়।

বল হাতে পেসার হাসান মাহমুদ ৩৭ রানে ৪ উইকেট নেন। স্পিনার নাঈম আহমেদ ৪৮ রানে পান ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় নাঈম শেখ বেশ ভালো শুরু পান। ৭৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন। টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরা কেউই পারেননি দলের হাল ধরতে। সাব্বির হোসেন ৩, শাহাদাত দিপু ৪, রিপন ২, জাকির শূন্যরানে আউট হন। শামীম হোসেন ২৬ বলে ৪০ রান করেছিলেন ৩ চার ও ৪ ছক্কায়। কিন্তু তার চেষ্টা বৃথা যায় বাকিদের ব্যর্থতায়।

মোসাদ্দেকের ৩ উইকেট বাদে ২ উইকেট পেয়েছেন স্পিনার রাকিবুল। ১টি করে উইকেট পান নাহিদ, মেহরব, জিসান ও মাহফুজ রাব্বী।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন উইক ট

এছাড়াও পড়ুন:

ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন

০, ১, ০, ৪, ১৬, ০, ০, ৩০, ১, ৩...

আইপিএলে সর্বশেষ ১০ ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এমন। সর্বশেষ ফিফটি করেছেন আরও ৫ ইনিংস আগে। এই ১৫ ইনিংসের মধ্যে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩০।

কী বুঝলেন! হ্যাঁ, নামটা ম্যাক্সওয়েল বলেই এরপরও আইপিএলে খেলছেন। সেটিও প্রায় প্রতি ম্যাচে। দলগুলোও কোটি কোটি রুপি খরচ করছে। তবে পারফরম্যান্সের দিকে চোখ দিলে বলতে হচ্ছে, দলগুলোর কোটি কোটি রুপি উসুল হচ্ছে না!

এবার ম্যাক্সওয়েল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৪। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ম্যাক্সওয়েলকে কিনে কিছুটা লাভ এই পাঞ্জাবই করতে পেরেছিল। সেটি অবশ্য ১১ বছর আগের কথা।

৫৫২ রান২০১৪ সালের আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স

২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৮৭ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এই পাঞ্জাবকে প্রথমবার তুলেছিলেন ফাইনালে।

সেবার ম্যাক্সওয়েলকে ৬ কোটি রুপিতে কিনেছিল তাঁরা। এমন একটি মৌসুম কাটিয়ে পরের দুই মৌসুমের একটিতেও পাঞ্জাবের হয়ে ২০০ রানও করতে পারেননি তিনি। ২০১৭ সালে করেছিলেন মাত্র ৩১০ রান। হতাশ হয়ে তাঁকে ছেড়ে দেয় দলটি।

এরপর ম্যাক্সওয়েলকে দলে পেতে ৯ কোটি রুপি খরচ করে দিল্লি। ৯ কোটি খরচ করে ম্যাক্সওয়েলের কাছে দলটি পায় মাত্র ১৬৯ রান। এই দিল্লির হয়েই ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে কিনেছিল ৬ কোটি রুপিতে।

ব্যর্থ হলেও প্রতি ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েল

সম্পর্কিত নিবন্ধ

  • কেমন খেললেন ভিনি-এমবাপ্পেরা, দেখুন রেটিংসহ বিশ্লেষণ
  • এবার জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রপ্রবাসী!
  • ‘শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠার আনন্দটাই বড়’
  • ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন