মেয়ের বলিউড অভিষেক নিয়ে মুখ খুললেন কাজল
Published: 9th, April 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নিশা ও যুগ। সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন নিশা। শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান।
কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন নিশা। নিউজ১৮ আয়োজিত এক অনুষ্ঠানে এই গুঞ্জন নিয়ে কথা বলেন কাজল। মেয়ের বলিউড অভিষেক নিয়ে কাজল বলেন, “মোটেও না। তার বয়স এখন ২২ বছর অথবা ২২ হতে চলেছে। আমার মনে হয়, চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত আপাতত সে নেয়নি।”
তরুণ অভিনয়শিল্পীদের কী পরামর্শ দেবেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, প্রথমত বলতে চাই, সবার কাছ থেকে পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ‘আমার কী করা উচিত?’ তাহলে এক শ লোক লাইনে দাঁড়িয়ে বলবে, ‘তোমার এটা করা উচিত, তোমার নাক বদলানো উচিত, তোমার হাত বদলানো উচিত, চুলের রঙ বদলানো উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত।”
আরো পড়ুন:
কৃষ ফোর: হৃতিকের সঙ্গী প্রীতি, প্রিয়াঙ্কা, নোরা?
কুকুর ঘেউ ঘেউ করবেই, ডিভোর্স প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় কাজলের। মুক্তির পর খুব একটা চলেনি। তারপরই শুরু হয় কাজলের বিজয়রথ। ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেন কাজল। প্রথম সিনেমায় নিজেকে মেলে ধরতে না পারলেও ‘বাজিগর’ দিয়ে নিজের জাত চেনান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কাজলকে।
১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। ২০০৩ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় নিশা। ২০১০ সালে জন্মগ্রহণ করে পুত্র যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন নিশা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক জল অজয় দ বগন
এছাড়াও পড়ুন:
গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের
ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই ‘জোরালোভাবে’ সামরিক অভিযান বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকার দক্ষিণে একটি ‘নিরাপত্তা অঞ্চলের’ নিয়ন্ত্রণ নিয়েছে। এটা রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে।
এরই মধ্যে খান ইউনিস ও আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও হামাস কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।
টানা দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় হামাসের ওপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে। হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করেছে।
শনিবার কার্তজ বলেন, রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বসতি ‘মোরাগ এক্সিস’ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী।
এর মধ্য দিয়ে গাজার খান ইউনিস থেকে দক্ষিণাঞ্চলীয় শহর রাফা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা উপত্যকার প্রায় এক–পঞ্চমাংশ ভূমিজুড়ে রয়েছে রাফা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, শিগগির গাজার আরও বেশির ভাগ এলাকাজুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব এলাকার যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে। হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। ইসরায়েলের সরকারি তথ্য এটা।
এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী, যা এখনো চলছে। নির্বিচার হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে গড় ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর নিহত হয়েছে ১ হাজার ৫৬৩ জন।