দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম। সেখানে তাঁরা কিছু অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে যান এই দুই নেতা। তাঁরা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভেরি কনফিডেনশিয়াল’ (অতিগোপনীয়)। কাদের বিরুদ্ধে অভিযোগ, এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনশিয়াল। এখন কনফিডেনশিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনশিয়াল থাকল না। তা ছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’

এ বিষয়ে এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে।’ তিনি বলেন, ‘এ সময়ে এসেও এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটি জানাতেই আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলছি না এখন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল

এছাড়াও পড়ুন:

আদমজী ইপিজেডে পোশাক কারখানা ভাঙচুরের মামলায় ৩৯ আসামির জামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে ইপিজেডের নিরাপত্তা পরিদর্শক মুনসুর হাওলাদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আড়াই শ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ইপিজেডে অনধিকার প্রবেশ, হামলা, ভাঙচুর ও নিরাপত্তাকর্মীদের মারধর করার অভিযোগ আনা হয়েছে। গতকাল শনিবারের ওই ঘটনায় আটক ৪৬ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁদের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ৩৯ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

মো. হাসিনুজ্জামান বলেন, ‘হামলাকারী ব্যক্তিরা বিভিন্ন এলাকার। এই হামলার পেছনে তাঁদের অসৎ কোনো উদ্দেশ্যে ছিল কি না, তাঁদের কেউ ব্যবহার করেছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতে তোলা হয়েছে। সেখানে শুনানি শেষ হয়েছে, আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুনসিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৩১৯ ঘণ্টা আগে

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গ্রেপ্তার ৪৬ আসামিসহ অন্যরা আদমজী ইপিজেডের ভেতরে বেআইনিভাবে প্রবেশ করে কারখানা বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়ার দাবিতে ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ইউনিস্ক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২–এ হামলা ও ভাঙচুর করেন। তাঁরা কারখানার ভেতর থেকে শ্রমিকদের বের করার চেষ্টা করেন। কারখানাগুলোর প্রধান ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে না পেরে কারখানার প্রধান ফটক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধনের চেষ্টা করেন। একপর্যায়ে আসামিরা অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানায় হামলা করে মেইন ফটক ভেঙে অনধিকার প্রবেশ করেন এবং নিরাপত্তাকর্মীদের মারধর করেন। কারখানা বন্ধ না করলে কারখানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। আসামিরা অনন্ত হুয়াজিং কারখানার সিকিউরিটি গার্ডরুমের ভেতরে ও কারখানার সামনের জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। তাঁরা কারখানার সামনে থাকা দুটি কাভার্ড ভ্যান, একটি টয়োটা প্রাইভেট কার ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করেন। পরে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউস সেনাবাহিনীর ক্যাম্পে সংবাদ দিলে যৌথ বাহিনীর সহায়তায় আটক ব্যক্তিদের থানায় আনা হয়।

উল্লেখ্য, গতকাল বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আদমজী ইপিজেডের ভেতরে প্রবেশ করেন বহিরাগত কয়েক শ লোক। তাঁরা ইপিজেডের ভেতরে বেশ কয়েকটি কারখানা ও চার–পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।

সম্পর্কিত নিবন্ধ