ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩২ কোটি ১০ টাকার মূল্যের ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

দুদকের পক্ষে কমিশনের উপ-পরিচালক মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা তাহাসিন মুনাবীল হক এসব সম্পদ জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে সেটি উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এজন্য মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পত্তি জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন।

ঢাকা/মামুন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ব র র

এছাড়াও পড়ুন:

মুখে মাটি-বালু ঢুকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফুলবাড়ী-বালারহাট সড়কের নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মুখে মাটি ও বালু ঢুকিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় বালারহাট বাজারে ‘তিন্নি স্টোর’ নামে মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে তার।

অভিযোগে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজুল দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত ব্যক্তি এসে গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ধরে টান দেয়। 

এ সময় তাজুল চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় ও হাতে ছুরি লেগে আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, আকস্মিক অপরিচিত তিন লোক চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দেই। রাতেই থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ