জামালপুরে সাংবাদিক রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ
Published: 9th, April 2025 GMT
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সহসভাপতি সোনা মিয়া, নিহত রব্বানির স্ত্রী মনিরা বেগম এবং মেয়ে রাব্বিলাতুল জান্নাত।
বক্তারা বলেন, প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যসহ এলাকার মানুষজনকে নানা ধরনের ভয়ভীতি ও হয়রানি করছেন। তিনি এলাকায় ফেরার পর আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাঁকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
প্রধান আসামির মুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রব্বানির স্ত্রী মনিরা বেগম বলেন, ‘আমার স্বামীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যার ২১ মাস পার হলেও এখনো বিচার হয়নি। মামলার প্রতিটি আসামি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতা। প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মাহমুদুল আলমের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হলেও তাকে কেন ছাড়া হচ্ছে?’
গত বছরের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানি। পরদিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হত্যার তিন দিন পর, ১৭ জুন নিহত ব্যক্তির স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ প্রথম আলোকে বলেন, মাহমুদুল আলম আত্মগোপনে রয়েছেন। তিনি এলাকায় নেই। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রব ব ন
এছাড়াও পড়ুন:
গোগনগরে খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর মসজিদ রোডে এলাকায় ড্রেনের মুখ অপসারণ ও খাল ভরাট করে সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাঠান বাড়ির এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবর (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন পুরাতন গোগনগর মসজিদ রোডে এলাকায় নির্মাণাধীন ড্রেনের মুখ নদী মুখি করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এখানে যে খাল দেখছেন সেটা অনেকপুরাতন।
এখাল দিয়ে নৌকা চলাচল করত। এখালের পানি সবসময় সচ্ছল থাকাতে আমাদের মা, বোনসহ স্ত্রী, সন্তানেরা এখালের পানি ব্যবহার করতেন। এখালের উপর একটি ব্রীজ ছিল। সেটাকে ভেঙ্গে জাকির চেয়ারম্যান ভরাট করে সড়ক নির্মাণে মরাখালে পরিণত হয়েছে।
সবাই এ খালে এখন ময়লা ফেলাতে শুরু করছে এবং পানিও দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টিতে সড়কের উপরে উঠে দুর্গন্ধযুক্ত পানি বাড়িতে প্রবেশ করে। ফলে চর্মরোগ সহ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অতিদ্রুত বন্ধ এখালকে মুক্ত করার দাবী জানাই।
বক্তারা আরও বলেন, বর্তমানে যে ড্রেন নির্মাণের কাজ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ ড্রেন দিয়ে যেনো জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা জানতে পেরেছি ড্রেনের ময়লা পানি এ মরাাখালে দিকে মুখ দিয়েছে এতে করে দুর্গন্ধে জনদুর্ভোগের সৃষ্টি হবে।
আমাদের দাবি যে ড্রেন নির্মান করা হচ্ছে সে ড্রেনের ময়লা পানি আগে নদীতে ফেলা হত এখনও যেন নদীতে ফালা হয়। তা না হলে পাঠান বাড়ির এলাকা দিয়ে আরেকটি ড্রেনের সংযোগ করে ময়লা পানি নদী মুখি করার দাবি করছি।
এসময় সালাম পাঠান, চুন্নু পাঠান, আবুব্কর সিদ্দিক, রমজান আলী, মনু মিয়া মোহাম্মদ আলী, মোহর চাঁন, বিউটি বেগম, নূরনাহার বেগম সহ এলাকার সর্বস্তরের মহিলা -পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এবিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ফিরোজ মেম্বার এর কাছে জানতে চাওয়া হলে তিনি যনান, আপনার বাড়িতে যেমন একজন মুরুব্বী রয়েছে তেমনই আমার মুরুব্বী আছে তার অনুমিত ছাড়া কিছু বলতে পারবনা। সম্পূর্ণ নিষেধ রয়েছে।