পারিশ্রমিক না পাওয়ায় আজ দুপুরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা বিসিবিতে গেছেন অভিযোগ জানিয়ে চিঠি দিতে। তাঁদের সঙ্গে দেখা গেল জাতীয় দলের একসময়ের ক্রিকেটার সাব্বির রহমানকেও।

এই মৌসুমে কিছু ম্যাচে ক্লাবটির অধিনায়কত্ব করা সাব্বিরের গায়ে অবশ্য পারটেক্সের জার্সি ছিল না। গত কয়েক দিন তিনি অনুশীলন করেননি, সর্বশেষ ম্যাচেও খেলেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাব্বির নাকি আর এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আর মাঠেই নামতে চান না। কোচের সঙ্গে বনিবনা না হওয়ার পর তা গড়িয়েছে অনেক দূর, সঙ্গে পারিশ্রমিকের জটিলতা তো আছেই। সব মিলিয়ে এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না সাব্বিরের।

প্রথম আলোর পক্ষ থেকে থেকে যোগাযোগ করা হলে মুঠোফোনে সাব্বির বলেছেন, ‘আমি তো গত ম্যাচেই খেলিনি.

..’ এর বেশি কিছু আপাতত বলতে চাননি সন্তানকে নিয়ে হাসপাতালে থাকা এই ক্রিকেটার।

পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম অবশ্য নিশ্চিত করেছেন, না খেলার কথা জানানোর পর সাব্বিরকে অনুরোধ করা হলেও তাঁর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখনো।

পারটেক্সের দলীয় সূত্র জানিয়েছে, সাব্বিরে সঙ্গে শুরু থেকেই মিলছিল না ক্লাবটির। জুনিয়র ক্রিকেটারদের সামনে তাঁকে অপমান করা হয়েছে বলে মনে করেন তিনি। এতে নিজের ‘মানসম্মানের’ ক্ষতি হয়েছে মনে করে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাব্বির।

মৌসুমের শুরুতে সাব্বির রহমানকে অধিনায়ক করে পারটেক্স। কয়েকটা ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, পরে তিনটা ম্যাচ খেলেন শুধু ক্রিকেটার হিসেবে।

এরপর লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পারটেক্সের সর্বশেষ ম্যাচে মাঠেই নামেননি সাব্বির। অসুস্থতার কথা জানিয়ে এই ম্যাচ থেকে ছুটি চেয়েছিলেন এই ক্রিকেটার—প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন পারটেক্স ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন।  

সাব্বিরকে শুরুতে অধিনায়কত্ব দিয়েও পরে সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে পারটেক্সের প্রধান কোচ আনোয়ারুল মোস্তাকিম বলেছেন, ‘একজন অধিনায়কের যেটা দায়িত্ব, সব খেলোয়াড়কে এক করা, সবার সঙ্গে কথা বলা (সেটা হচ্ছিল না)... খেলোয়াড়েরা সবাই অভিযোগ করেছে, সে অধিনায়ক থাকলে আমরা মাঠে মনোযোগী হয়ে খেলতে পারছি না। আপনারা যদি পারেন, তাঁকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেন। খেলোয়াড়দের অনুরোধে অফিশিয়ালরা এটা করেছে।’

মোস্তাকিম আবার এটাও দাবি করেন, পারফর্ম করতে না পারায় ও ‘মানসিকভাবে ফিট’ না থাকায় সাব্বির নিজেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

সাব্বিরকে নিয়ে এই জটিলতার মধ্যেই পারটেক্সের খেলোয়াড়দের নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন মোস্তাকিম। তাঁর দাবি, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কয়েকজন খেলোয়াড় এমন নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

নববর্ষের অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

রোববার রমনার বটমূলসহ দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এদিন সকালে র‍্যাব প্রধান রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। 

র‍্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান করে মানুষ। সব জায়গায় র‍্যাবের নিরাপত্তা বলয় বিস্তৃত করা হবে। 

এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, চারুকলায় আগুন দেওয়ার ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনও গাফিলতি থাকলে সেটাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ