মুক্তির পরই বাজিমাত। প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা ছিল প্রথম সপ্তাহে ৭০ থেকে ৯০ মিলিয়ন ডলার আয় করতে পারে। সেখানে একের পর রেকর্ড গড়ে ‘আ মাইনক্রাফট মুভি’ সিনেমাটি আয় করেছে ৩১৩ মিলিয়ন ডলারের বেশি। অপ্রত্যাশিতভাবে প্রথম সপ্তাহের আয়ে রেকর্ড গড়া ‘বার্বি’ সিনেমাকে ছাড়িয়ে গেল। ওয়ার্নার ব্রসের হিসেবেই যেন পাল্টে দিয়েছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমা বিশেষজ্ঞদের মতে, পাঁচটি কারণে সিনেমাটির আয় দাঁড়াতে পারে বিলিয়ন ডলারের ঘরে।
সব বয়সী দর্শকের সিনেমা
সিনেমাটি বিনোদনে ভরপুর। আর এই বিনোদন সব শ্রেণির দর্শকদের জন্য হয়ে উঠেছে উপভোগ্য। সব দর্শকদের ধরতে পারায় সিনেমাটির গ্রহণযোগ্যতা বাড়ছে। ভ্যারাইটিতে লেখা হয়েছে সিনেমাটি, বিশ্বের যেকোনো দেশের কিশোর থেকে বয়স্ক দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে। সব জেনারেশনের সিনেমা এটি। দর্শকদের কথায়, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি সিনেমাটি কমেডি আকারে তুলে ধরায় টান টান উত্তেজনা তৈরি করে। অল্প সময়ে ‘আ মাইনক্রাফট মুভি’ সিনেমাটি যদি বিলিয়ন ডলার আয় করে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই।
সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দর্শককে মারতে গেলেন মাহমুদউল্লাহ
মোহামেডানের হারের পর ড্রেসিংরুমে ফিরছিলেন মাহমুদউল্লাহ ও সতীর্থরা। এ সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে কেউ একজন কিছু বলেন মাহমুদউল্লাহকে। পছন্দ হয়নি তার। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে উঠে তাকে মারতে যান মাহমুদউল্লাহ। তার পেছনে আরও কয়েকজন উঠেন। পরে তাকে নামানো হয় নিচে।
বিস্তারিত আসছে...
আরো পড়ুন:
মোহামেডানকে হারিয়ে ‘নীরবে’ চ্যাম্পিয়ন আবাহনী
মাহমুদউল্লাহ-আরিফুলের ফিফটিতে আবাহনীকে মোহামেডানের চ্যালেঞ্জ
ঢাকা/রিয়াদ/আমিনুল