প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের তিনটি বিকল্প পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘অ্যাডভাইজারি কমিটি’ (পরামর্শক কমিটি) করছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং—এই তিন পদ্ধতির দুর্বলতা কাটাতে কাজ করবে এই কমিটি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো.

সানাউল্লাহ এসব তথ্য জানান।

প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিশেষজ্ঞসহ মন্ত্রণালয়, বিভাগ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করেছিল ইসি। তারই ধারাবাহিকতায় এই কমিটি করা হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইসির পরবর্তী কার্যক্রম হচ্ছে, একটা অ্যাডভাইজরি টিম গঠন করা। গতকাল যাঁরা বিশেষজ্ঞ ছিলেন, তাঁদের নিয়ে এই টিম গঠন করা হবে। তিনটি পদ্ধতির সফলতা-দুর্বলতা পর্যালোচনা করে কী করে দুর্বলতা কাটানো যায়, সে ব্যবস্থা তাঁরা (বিশেষজ্ঞ) করবেন। এরপর ইসি অংশীজনদের সঙ্গে বসবে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা যা-ই করি না কেন, যে সময়টা আমরা পাব, তার মধ্যেই কাস্টমাইজ করতে হবে। তাই সময় না পেলে বাস্তবায়ন করা সম্ভব হবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রক্সি ভোটের বিষয়ে তাঁরা বলছেন, যদি সর্বোচ্চ ভোটার আনতে চান, তাহলে প্রক্সি ভোটই একমাত্র অপশন (বিকল্প)। এখনো কমিশনের অবস্থান একই আছে। কর্মশালায় প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন। সফলতাও তুলে ধরেছেন। অন্যগুলোর ক্ষেত্রেও তাই। কোনো বিকল্পকেই তাঁরা সিঙ্গেল আউট (একটি বেছে নেওয়া) করছেন না। বাংলাদেশের জন্য কোনো একটি অপশন (বিকল্প) অ্যাপলিকেবল (প্রযোজ্য) না। কম্বাইন্ড (সমন্বিত) অপশনের দিকে যেতে হবে। তিনটা পদ্ধতিকে যদি আনা যায়, তাহলে তাঁরা তিনটা পদ্ধতিকেই আনবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র বলত ব কল প

এছাড়াও পড়ুন:

ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখবেন যেভাবে

ফেসবুকের বন্ধুতালিকায় পরিচিতদের পাশাপাশি পরিবারের সদস্য বা আত্মীয়রাও যুক্ত থাকেন। তবে ফেসবুকের বন্ধুতালিকা পরিচিতদের পাশাপাশি অপরিচিতরাও দেখতে পারেন। তাই এ সুবিধা কাজে লাগিয়ে অনেকে প্রয়োজন ছাড়াই অন্যের পরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে থাকেন। এতে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে চাইলেই নিজের বন্ধু তালিকা লুকিয়ে রাখা যায়।

কম্পিউটার থেকে

বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য প্রথমে কম্পিউটার থেকে ডান পাশের ওপরে থাকা ফেসবুকের প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর সেটিংসে ক্লিক করে বাঁ পাশের নিচে থাকা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বিভাগে থাকা ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ থেকে পছন্দের অপশন নির্বাচন করতে হবে। ‘পাবলিক’ অপশন নির্বাচন করলে ফেসবুকে যেকোনো ব্যক্তি বন্ধু তালিকা দেখতে পারবেন। তবে ‘ফ্রেন্ডস’ নির্বাচন করলে ফেসবুক বন্ধুরা এবং ‘অনলি মি’ নির্বাচন করলে শুধু নিজে বন্ধুতালিকা দেখতে পারবেন।

আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট কি অন্য কেউ লুকিয়ে ব্যবহার করছে১৩ সেপ্টেম্বর ২০২৪স্মার্টফোন থেকে

বন্ধুতালিকা লুকিয়ে রাখার জন্য স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনে ক্লিক করে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট থেকে কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুনফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন৩১ ডিসেম্বর ২০২৩

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যানেল যখন অ্যাপে
  • ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে সারজিস বললেন, বাংলাদেশ অপশন খুঁজে নেবে
  • ফেসবুকে বন্ধুতালিকা লুকিয়ে রাখবেন যেভাবে