আমু সালমান শমী কায়সারসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০
Published: 9th, April 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সারসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
অন্যরা হলেন, ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক এমপি হাজী সেলিম, সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের হাজির করে পুলিশ। পরে ১০টা ১৫ মিনিটে তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ডা.
এছাড়া শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেনন, ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোহাম্মদ থানার মামলায় সাদেক খান, উত্তরা পূর্ব থানার জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আম র হ স ন আম
এছাড়াও পড়ুন:
প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়
সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অমলেন্দু রায়।
প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ডিএমডি ও কর্পোরেট শাখার প্রধান এবং আইসিসিডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ ২৮ বছরের কর্মময় জীবনে তিনি দক্ষতা ও প্রজ্ঞার সমন্বয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় সফল শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ করেছেন।
অমলেন্দু রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি দেশ-বিদেশে নেতৃত্ব, ঋণ, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।
ঢাকা/সুমন/সাইফ