আমু সালমান শমী কায়সাসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০
Published: 9th, April 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সারসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
অন্যরা হলেন, ওয়ার্কাস পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক এমপি হাজী সেলিম, সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের হাজির করে পুলিশ। পরে ১০টা ১৫ মিনিটে তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। পরে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ডা.
এছাড়া শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেনন, ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোহাম্মদ থানার মামলায় সাদেক খান, উত্তরা পূর্ব থানার জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: আম র হ স ন আম
এছাড়াও পড়ুন:
৩২ এর প্রজ্ঞাপন বাতিল না করলে ২৭ এপ্রিল সমাবেশ
সরকারি চাকরিতে আবেদনের বয়স সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করার দাবি জানিয়েছেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৭ এপ্রিল বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন তারা।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন ।
লিখিত বক্তব্যে তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়নের দাবিতে দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের যৌক্তিক দাবির প্রতি কোনো গুরুত্ব দেয়নি। বর্তমান অন্তবর্তী সরকারও ৩৫ এর পরিবর্তে ৩২ বছরের প্রজ্ঞাপন জারি করে আমাদের সঙ্গে প্রহসন করেছে, যা আমরা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি।
আরো পড়ুন:
ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি
‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করায় ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ
তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে করোনা, সেশনজট, অর্থনৈতিক মন্দা, টানা ১৬ বছর দলীয় বিবেচনায় নিয়োগ, নিয়োগ দুর্নীতি, প্রক্সি, সুপারিশসহ নানা কারণে প্রকৃত মেধাবী সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
প্রত্যাশার কথা জানিয়ে তারা বলেন, আমাদের প্রত্যাশা ছিল দীর্ঘ ১৬ বছরের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫/৩৭ (সুপারিশ) বাস্তবায়ন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রজন্মগুলোকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেবে। কিন্তু বর্তমান সরকার তা না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার কারণে বিগত ১৬ বছরে প্রকৃত ক্ষতিগ্রপ্ত প্রজন্মগুলো বাদ পড়ে গেছে ।
হুশিয়ারি দিয়ে তারা বলেন, আবেদনের বয়সসীমা সর্বনিম্ন ৩২ বছরের প্রজ্ঞাপন বাতিল করে পুরুষদের সর্বনিম্ন ৩৫ ও নারীদের সর্বনিম্ন ৩৭ বছর করতে হবে। আগামী ২০ এপ্রিলের মধ্যে এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ দৃশ্যমান না হলে আগামী ২৭ এপ্রিল জাতীয় জাদুঘরের সামনে বৃহৎ সমাবেশ করা হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী