সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরঘাটিনা গ্রামের এক সাংবাদিকের (ঢাকায় কর্মরত) পৈত্রিক জমির মাটি কেটে বিক্রির দায়ে জেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পাভেল মিয়া সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ার চর ঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজও বহিষ্কারের বিষয়টি বুধবার সমকালকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে পাভেল মিয়ার বিরুদ্ধে ঢাকায় কর্মরত রাহিদ রনি নামে এক সাংবাদিকের সিরাজগঞ্জের উল্লাপাড়ার জমিতে জোর করে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ভুক্তভোগী সাংবাদিক রনি অভিযোগ করেন। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের কাছে এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ ত রদল ন ত ছ ত রদল স র জগঞ জ স র জগঞ জ ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে মনিরামপুর পৌরসভাধীন তাহেরপুর গ্রামে এ দুঘটনা ঘটে। দেবপ্রসাদ দেবু তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সুত্র জানা যায়, চড়ক পূর্জা অর্চনা করতে খেজুর ভাঙ্গা উৎসব একত্রিত হন ৫০ জন সন্নাসী। বিকাল ৪টার দিকে মনিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংলগ্ন খেজুর গাছে ওঠেন সন্নাসী দেবু। খেজুর গাছের মাথায় চড়ে তিনি খেজুর ছুড়তে থাকেন। এক পর্যায়ে প্রায় ৪০ ফুট উচু গাছের মাথা থেকে পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/বকুল 

সম্পর্কিত নিবন্ধ