মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল–বিশ্বকে চমকে দিয়েছে আর্সেনাল। গানারদের এই জয় আরেকটি সুখবরও উপহার দিয়েছে ইংলিশ ফুটবলকে। আর্সেনাল ম্যাচটি জিততেই যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের পাঁচটি ক্লাবের খেলা নিশ্চিত হলো। সংখ্যাটা সাতও হয়ে যেতে পারে। এবার ইংল্যান্ডের চারটি ক্লাব ছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে।

চ্যাম্পিয়নস লিগে বাড়তি একটি জায়গা নিশ্চিত করতে এ সপ্তাহে উয়েফার যেকোনো টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর দরকার ছিল মাত্র একটি জয়। প্রথম সুযোগেই আর্সেনাল কাজটা করে ফেলল। আর্সেনালের এই জয়ে নিশ্চিত হয়েছে উয়েফা কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা।

৩৬ দলের পরিবর্ধিত ও পরিবর্তিত কাঠামোর চ্যাম্পিয়নস লিগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব সুযোগ পায়। এবার যেমন এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালির বোলোনিয়া ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড সিরি‘আ’ ও বুন্দেসলিগায় পঞ্চম হয়ে সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে।

আগামী মৌসুমে ইংল্যান্ডের পাঁচটি ক্লাবের চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ আর স ন ল

এছাড়াও পড়ুন:

টিকিটে বেড়েছে ৫০–৩০০ টাকা, যা জানাল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ

আগাম ঘোষণা ছাড়াই ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমার টিকিটের দাম বাড়িয়েছে। কোনো টিকিটের দাম বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা। আবার কোনোটির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। হঠাৎ করে দাম বাড়ার কারণে সিনেমা দেখতে আসা দর্শকেরা বিপাকে পড়েছেন। এ নিয়ে অনেকে ফেসবুকে ক্ষোভও প্রকাশ করেছেন। টিকিটের দাম বাড়তি হলেও ঈদের সিনেমা মুক্তির ১৪তম দিনেও বাংলাদেশি ছবিগুলো হাউসফুল যাচ্ছে।

দেশের অন্যতম এই মাল্টিপ্লেক্স চেইন ছয়টি বাংলা সিনেমা মুক্তির মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করলেও এ সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে চারটি চলচ্চিত্র। ‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’ ছবি দুটিতে দর্শক আগ্রহ না থাকায় প্রদর্শনী বন্ধ করে দিয়েছে তারা। চারটি ছবির মধ্যে তিনটি সিনেমায় দর্শক আগ্রহ বেশি। মুক্তির ১৪ দিনে এসেও টিকিটের সংকট আছে। কোনো ছবির টিকিট দর্শক দুই দিন আগে কিনে রেখেছেন, আবার কোনোটির এক দিন আগে। বাংলাদেশি সিনেমার এমন দর্শক চাহিদায় খুশি সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা। এদিকে হলিউডের ছবি নামিয়ে দেশীয় ছবিকে অগ্রাধিকার দেওয়াতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক-পরিচালকদের কেউ কেউ। পাশাপাশি কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া টিকিটের দাম বাড়ানোর ব্যাপারটি সিনেমাপ্রেমী দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদের বিস্মিত করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন।

স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’

সম্পর্কিত নিবন্ধ