সব জটিলতা কাটিয়ে ‘কৃষ ফোর’ সিনেমা নির্মিত হতে যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন হৃতিক রোশান। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে তার। কিছু দিন আগে এসব তথ্য জানান এই সুপারহিরো সিনেমার পরিচালক রাকেশ রোশান। 

সিনেমাটির গল্প, পাত্র-পাত্রী নিয়ে তখন কিছু জানাননি রাকেশ রোশান। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “অতীত, ভবিষ্যতের বিভিন্ন সময়সীমার মধ্য দিয়ে ‘কৃষ’ সিনেমার গল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। পারিবারিক আবেগ, সম্পর্কের উপরে নির্ভর করে ভিএফএক্সের উপরে জোর দেওয়া হবে।” 

এই সুপারহিরো সিনেমার বিভিন্ন চরিত্র রূপায়নকারীদের বিষয় সূত্রটি বলেন, “আশা করা হচ্ছে, ‘কৃষ ফোর’ সিনেমায় যুক্ত হবেন প্রীতি জিনতা। তা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, রেখা পুনরায় সিনেমাটির নতুন কিস্তিতে অভিনয় করবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে নোরা ফাতেহির যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাকে চিরাচরিত লুকে দেখা যাবে না।”

আরো পড়ুন:

জটিলতা কাটিয়ে আসছে ‘কৃষ-ফোর’, নয়া অবতারে হৃতিক

আহত হৃতিক রোশান

সম্ভবত তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। এগুলো হলো— রোহিত, কৃষ এবং প্রধান খলনায়ক। এ তথ্যের সত্যতা জানতে ‘কৃষ ফোর’ সিনেমার টিমের একজনের সঙ্গে যোগাযোগ করলে তা উড়িয়ে দেন। 

হৃতিক রোশান ‘ওয়ার টু’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটির কাজ শেষ হলেই ‘কৃষ ফোর’ সিনেমা নিয়ে শুটিংয়ের মাঠে নামবেন বলিউডের এই ‘গ্রীক গড’। এটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।  

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

‘কৃষ-থ্রি’ সিনেমায় হৃতিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

৩ দিনে অজিত-তৃষার সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এরপর কেটে গেছে দুই দিন। এখন বক্স অফিসে কতটা দাপট দেখাচ্ছে অজিতের সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০.৯ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৭৫.৩৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৩৭.৭৫ কোটি রুপি (গ্রস)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১১২.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?

মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী

তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ