জামিনে মুক্তির পর জেল গেটে হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ
Published: 9th, April 2025 GMT
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ জামিনে মুক্তির পর জেলে গেটে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন। সে সময় সিরাজগঞ্জের সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে একই দৃশ্য দেখা গেছে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে ২ পক্ষের সংঘর্ষে নিহতের জেরে ১৫ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
কক্সবাজারে রেস্টুরেন্টে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ ছাড়া পেয়েছেন, এমন খবরে একদল লোক সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হন। আবদুল আজিজ জেলা কারাগার থেকে বের হলে সবাই তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে হেনস্তা ও মারধর করা হয়। জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করা হয়।
সিরাজগঞ্জ জেলা কারা সুপার কামরুল হুদা বলেন, ‘‘দুদিন আগে হাইকোর্ট থেকে আবদুল আজিজের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সেই আদেশ আমাদের কাছে আসে। আদেশ হাতে পাওয়ার পর সেটি পরীক্ষা–নিরীক্ষা করতে কিছুটা সময় লাগে। রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।’’
সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে সেনাবাহিনী অবগত ছিল না। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত তাকে (সাবেক সংসদ সদস্য) পুলিশের কাছে সোপর্দ করতে উদ্যোগ নেয়।’’
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে ডা. আজিজকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপির এক নেতার দায়ের করা ‘হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় আজিজসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ঢাকা/রাসেল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর স র জগঞ জ দ ল আজ জ সদস য
এছাড়াও পড়ুন:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আগারগাঁওয়ে চাকরিপ্রার্থীদের অবস্থান
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা সেখানে অবস্থান নেন।
একজন চাকরিপ্রার্থী বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুদিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’
এ ব্যাপারে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, তাঁরা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার বিশ্লেষণ করছেন। তাঁদের কথা শুনবেন বলে তিনি জানান।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, দুপুর থেকে একদল লোক নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা সেখানে বক্তব্য দিচ্ছেন। তাঁরা আজ পিএসসি ঘেরাও করেনি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কাছেই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয়।
গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসি চেয়ারম্যান।
আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, পিএসসি ঘেরাও০৮ এপ্রিল ২০২৫