পঞ্চাশ বছরের সংসার! পঞ্চাশ বছর একসঙ্গে থাকার পর কি দুজনের মধ্যে কিছু বলার থাকে? পুরোনো ঝুরঝুরে ভালোবাসার মধ্যেও কি কিছুটা বাকি থেকে যায় প্রকাশের? মাত্র একটা রাতের জন্য যদি নিজেদের পুরোনো সেদিন ফিরে আসে, তাহলে কেমন হতো? কী নিয়ে কথা বলত দুটি মানুষ?
এমন একটা গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন পরমব্রত চট্টপাধ্যায়। সিনেমার নাম ‘এই রাত তোমার আমার’। ৩১ জানুয়ারি সিনেমাটি হলে মুক্তি পেলেও ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এসেছে গত ২৮ মার্চ।

একনজরে
সিনেমা: ‘এই রাত তোমার আমার’
জনরা: ড্রামা
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: হইচই
কাহিনি ও চিত্রনাট্য: চিরঞ্জীব বরদোলই
পরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায়
অভিনয়: অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রুতি দাস

ক্যানসারে আক্রান্ত জয়িতা। ডাক্তার সময় বেঁধে দিয়েছেন। আর হাতে বেশি দিন নেই। একমাত্র ছেলে জয় ইংল্যান্ডে নিয়েও মাকে ট্রিটমেন্ট করিয়েছে। কিন্তু কোনো আশা দিতে পারেননি ডাক্তার। জানিয়েছেন সেই একই কথা, ‘সময় বাঁধা।’ এদিকে ছেলে জয়ের সঙ্গে বনিবনা হয় না বাবা অমর গুপ্তর। তাঁর দৃষ্টিতে ছেলে বোঝে না মা-বাবার সেন্টিমেন্ট। কিন্তু ছেলেরও যে একটা নিজের জগৎ আছে, তা বুঝতে পারেন না বাবা। ভেবে বসেন, এ প্রজন্মের ছেলেরাই বুঝি এমন!

কলকাতা আসতে চান না অমর-জয়িতা কেউ–ই। তাই এখনো নিজেদের চা–বাগানের বাংলোতেই থাকেন তাঁরা। অমর একাই দেখাশোনা করেন তাঁর একমাত্র সঙ্গী জয়িতার। বুড়োবুড়ির এই সংসারের প্রতি মায়াটা টের পাওয়া যায়, যখন একটি ইঁদুরও হয়ে যায় তাঁদের জীবনের অংশ।

‘এই রাত তোমার আমার’ সিনেমার দৃশ্য। হইচই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঘনিষ্ঠ দৃশ্য ধারণের আগে প্রেমিকের সঙ্গে কথা বলেছেন নায়িকা

আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বিশদে কথা বলেছেন কৌশানী।

কৌশানী জানান, নির্মাতা সৃজিত ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়।

‘কিলবিল সোসাইটি’তে কৌশানী ও পরমব্রত। ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • ঘনিষ্ঠ দৃশ্য ধারণের আগে প্রেমিকের সঙ্গে কথা বলেছেন নায়িকা