বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের রাম নবমী উৎসব উপলক্ষে ‘রামায়ণ’ নাটক প্রদর্শন বন্ধ করে দিয়েছে পুলিশ। হিন্দুদের ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর কাউনিয়া শ্রীশ্রী মনসা মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রদর্শন হতো নাটকটি। আয়োজকরা বলছেন, হামলার হুমকি ও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তবে পুলিশ বলছে, অনুমতি না নেওয়ায় নাটক প্রদর্শন বন্ধ রাখতে বলা হয়েছে।

মনসা মন্দির পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য প্রীতম দাস জানান, ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে বরিশাল বিভাগে সর্ববৃহৎ অনুষ্ঠান হয় এই মন্দিরে। রীতি অনুযায়ী চার দিনব্যাপী অনুষ্ঠান হয়। ৫ এপ্রিল ভগবান রাম চন্দ্রের প্রতিমা আনা হয় মন্দিরে। পরদিন পূজা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি হয়। মঙ্গলবার সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্বালন ও ভগবান শ্রীরাম চন্দ্রের জীবন কাহিনি নিয়ে ‘রামায়ণ’ নাটকের মঞ্চায়ন। কিন্তু পুলিশ সদস্যরা সকাল থেকে অনুষ্ঠানে বাধার সৃষ্টি করেন। আজ ৯ এপ্রিল সন্ধ্যা আরতি, নগর পরিক্রমা ও বিসর্জনের অনুষ্ঠান রয়েছে।

কমিটির আরেক সদস্য হৃদয় দাস জানান, পুলিশকে অনেক অনুরোধ করার পরও তারা বলেছে, হুমকি আছে, তাই অনুষ্ঠান করা যাবে না। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে, তারা শুধু রামায়ণ নাটক নিয়ে সমস্যার কথা বলেছেন।

নাটক মঞ্চস্থের দায়িত্ব পাওয়া তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটারের পরিচালক তিলক বসু অনিম বলেন, দীর্ঘ দুই মাস ধরে আমরা রামায়ণ নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিয়েছি। মঙ্গলবার বিকেলের দিকে সাউন্ড সিস্টেম, ডেকোরেটর মালপত্রসহ সব সামগ্রী চাপের মুখে খুলে ফেলা হয়। পুলিশের এ সিদ্ধান্তে আমরা মর্মাহত।

এ বিষয়ে কাউনিয়া মনসা মন্দিরে উপস্থিত কাউনিয়া থানার এসআই মো.

জিসান জানান, মন্দিরে অনুষ্ঠান করার জন্য নগর পুলিশের  অনুমতি নেওয়া হয়নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।  

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ জানান, সামনে এসএসসি পরীক্ষা থাকায় নাটকটির প্রদর্শন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পূজা এবং নগর পরিক্রমাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলবে। আর নাটক যেহেতু পূজার অংশ নয়, তাই পরে কখনো এটি মঞ্চস্থ করার কথা বলা হয়েছে। তখন পুলিশ আয়োজকদের সুরক্ষা দেবে।  

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ হোসেন, আমি বিষয়টি জানি না। ধারণা করছি, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সে জন্যই নাটকটি ঝুঁকিপূর্ণ মনে করে পুলিশ সেটি বন্ধ করেছে।   

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল অন ষ ঠ ন ন বন ধ মন দ র নগর প

এছাড়াও পড়ুন:

পহেলা বৈশাখে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা

ঢোলের তালে মুহুর্মুহু আঘাত, প্রতিরোধের খটাখট শব্দে মুখরিত হয়ে জমে উঠেছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা। চারদিকে উৎসুক জনতা ভিড় করে উপভোগ করে খেলাটি। পহেলা বৈশাখ উপলক্ষ্যে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন উদ্যমে ফিরিয়ে আনতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসন এ লাঠি খেলার আয়োজন করে। 

সোমবার উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টা থেকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ লাঠি খেলা। খেলায় লাঠি খেলার পাশাপাশি বুকের উপর ইট রেখে মাটি কাটার কোদাল দিয়ে আঘাত করে পরপর তিনটি ইট ভাঙা হয়। যা ছিল খেলার অন্যতম আকর্ষণ। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর এবং পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম থেকে দক্ষ লাঠিয়ালরা খেলা প্রদর্শন করেন।

খেলা দেখতে আসা রুপক হোসেন নামের এক দর্শনার্থী বলেন, আধুনিক যুগে এধরনের গ্রামীণ খেলাধুলা হারিয়ে যেতে বসেছে। এখনকার প্রজন্ম ডিজিটাল মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এধরনের আয়োজন প্রতিনিয়ত হওয়া প্রয়োজন। খেলা দেখে খুব আনন্দ পেয়েছি। 

মনির হোসেন নামের এক লাঠিয়াল বলেন, আমাদের এ দেশীয় খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আগে প্রতিনিয়ত গ্রামগঞ্জে এধরনের লাঠি খেলা হতো। আমরা টাকার বিনিময়ে চুক্তিতে খেলতাম। এখন আর আগের মতো খেলা হয় না। এতে আয় রোজগার কমে গেছে। এ খেলাগুলোকে রক্ষা করা দরকার।

আয়োজক উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, পহেলা বৈশাখ উপলক্ষ্যে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা ফিরিয়ে আনতে আমাদের এ আয়োজন। খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • কুমারখালীতে অন্যরকম আনন্দ শোভাযাত্রা
  • নববর্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: দুলু
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন, মুগ্ধ দর্শনার্থীরা
  • পহেলা বৈশাখে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লাঠি খেলা
  • হালখাতা আছে, নেই নিমন্ত্রণ
  • মারমাদের মাহা সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • ‌‘তৌহিদী জনতার’ চিঠিতে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী
  • রাষ্ট্র ও সমাজকে পথশিশুদের প্রতি মানবিক হতে হবে
  • চন্দনাইশের ‘হাতপাখা’ গ্রামে ১০ কোটি টাকার ব্যবসা