দুর্নীতির অভিযোগ থাকায় ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান কারান্তরীণ নজিবুর রহমান ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গতকাল মঙ্গলবার এসব আদেশ দেন।

এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো.

সফিউদ্দিন ও তাঁর পরিবার, মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম ও তাঁর পরিবার, ম্যাক্সগ্রুপের চেয়ার‌ম্যান গোলাম মোহাম্মদ ও তাঁর পরিবার এবং তমা গ্রুপের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া ও তাঁর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুলের স্ত্রীর ফ্ল্যাট জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে ইস্পাহানি কলোনির দ্য ওয়েসিসে একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সংশ্লিষ্ট ভবনে তাঁর নামে থাকা দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। ২ হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব গতকাল এ আদেশ দেন।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র দ শত য গ র পর ব র

এছাড়াও পড়ুন:

জাতীয় সংগীতে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি, গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

আজ সোমবার বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।

নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘ফিলিস্তিনে, গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে সকলকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।’

আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান। রমনা বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল

সম্পর্কিত নিবন্ধ