ডেক্লান রাইচ খুব পরিচিত নাম। বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার। কিন্তু তার দুই ফ্রি কিক আততায়ীর ছোড়া গুলি হয়ে বিঁধেছ রিয়াল মাদ্রিদের বুকে। পরে গোল করেছেন আর্সেনাল স্ট্রাইকার মিকেল মেরিনো। 

লন্ডনে গানার খ্যাত আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। মুমূর্ষু হয়ে কামব্যাকের স্বপ্ন নিয়ে বার্নাব্যুতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা। 

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা করে দুই দল। তবে সুযোগ তৈরি ও ম্যাচ নিয়ন্ত্রণ বিবেচনায় সেরা দল ছিল মিকেল আর্তেতার আর্সেনাল। থিবো কর্তুয়া দুর্দান্ত সেভ না দিলে নিশ্চিত পিছিয়ে পড়ত গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন৷ রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে অবশ্য গোলের সেরা সুযোগটা পেয়ে হারান কিলিয়ান এমবাপ্পে।

দ্বিতীয়র্ধের শুরুতে ডাবল সেভে নিশ্চিত গোল বাঁচান ইনজুরি থেকে রিয়ালের গোলবারে ফেরা দেয়াল থিবো কর্তুয়া। কিন্তু ৫৮ মিনিটে বক্সের মাঝ বরাবর পজিশন থেকে নেওয়া ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসের বাঁকানো শট ফেরাতে পারেননি রিয়ালের এই বেলজিয়াম গোলরক্ষক।

ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাহিরের মাঝ বরাবর পজিশন থেকে আবরো এক দুর্দান্ত ফ্রি কিকে গোল করে ব্লাঙ্কোসদের স্তব্ধ করে দেন রাইস। তার অসাধারণ ওই শট দেখে কোচ আর্তেতা, বেঞ্চে থাকা মিডফিল্ডার জর্জিনহো পর্যন্ত বিস্মিত হন। ধারাভাষ্য কক্ষ থেকে স্মরণ করা হয় ডেভিড বেকহামকে। 

রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন মেরিনো। শীতকালীন দলবদলে গানার শিবিরে আসা এই স্প্যানিশ স্ট্রাইকার ৭৫ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করেন। দ্বিতীয় লেগে রিয়াল ও আর্সেনাল ১৭ এপ্রিল রাতে মুখোমুখি হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল আর স ন ল

এছাড়াও পড়ুন:

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নিগার-শারমিন 

আইসিসির নারী ক্রিকেটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার। পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে ভালো খেলায় র‌্যাঙ্কিংয়ে পুরস্কার পেয়েছেন তারা। 

নিগার সুলতানা থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন। যা তার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ওই ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এই অধিনায়ক। 

দারুণ ওই দুই ইনিংস খেলায় ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৬ লাফ দিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছেন জ্যোতি। তার মতো থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ভালো করেছেন শারমিন আক্তার। তিনি থাইল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে করেন ২৪। শারমিন ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে এসেছেন। 
 
ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই বোলার। রাবেয়া খান সাত ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠেছেন। ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮তম অবস্থানে আছেন। 

আইসিসির ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লওরা উলভার্ট, দুইয়ে আছেন স্মৃতি মান্দানা, তিনে আছেন নাতালিয়া স্কাইভার ব্রান্ট। ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সোফি এসলেসটন শীর্ষে আছেন, অ্যাশ গার্ডনার আছেন দুইয়ে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার আশেন শীর্ষে।

ভারতে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। বাংলাদেশ বাছছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তৃতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করছে জ্যোতির দল।   

সম্পর্কিত নিবন্ধ