Samakal:
2025-04-15@10:44:41 GMT

আমি ঠিকঠাক আছি: বাবর আলী

Published: 9th, April 2025 GMT

আমি ঠিকঠাক আছি: বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ জয় করে নিরাপদে বেজক্যাম্পে (৪১৩০ মিটার) নেমে এসেছেন বাবর আলী। সেখান থেকেই মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি বললেন, ‘আমি ঠিকঠাক আছি। বিকেলে বেজক্যাম্পে পৌঁছেছি।’

সোমবার সকালে পর্বতশৃঙ্গে পৌঁছান বাবর আলী। ৮০৯১ মিটার পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। সেখানে তার সঙ্গে আছেন গাইড ফূর্বা অংগেল শেরপা।

বাবর আলী বলেন, অন্নপূর্ণা ১-এর ক্যাম্প ২ ও ৩-এর পথ অনিশ্চয়তায় ভরা। সেখানে প্রতি মুহূর্তে তুষারধস আর ওপর থেকে পাথর পড়ার ঝুঁকি থাকে। আমার অভিযানের সময়ই দুজন শেরপার মৃত্যুর সংবাদ পেয়েছি।

তিনি বলেন, ঝুঁকি বিবেচনায় অন্নপূর্ণা–১-কে আমি ১০–এ ১০ দেব। যেখানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে দেব ১০-এ দুই, আর লোৎসের ক্ষেত্রে ১০-এ চার। আসলে এটি সত্যিই ‘মাউন্টেনিয়ারস মাউন্টেইন’, যা সবকিছুকে চ্যালেঞ্জ করে।

পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

অন্নপূর্ণা-১ বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত হলেও পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত। দুর্গম এই পর্বত জয় করতেই গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেজক্যাম্পে। সেখানে এক দিন বিশ্রাম নেন। এরপর উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প–১–এ (৫২০০ মিটার) দুই রাত এবং ক্যাম্প–২–এ (৫৭০০ মিটার) এক রাত কাটিয়ে আবার ২ এপ্রিল নেমে আসেন বেজক্যাম্পে।

বাবর আলীর সংগঠন এবং এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চতার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর পর পর্বতারোহীরা অনুকূল আবহাওয়ার জন্য বেজক্যাম্পে অপেক্ষা করেন। আবহাওয়ার পূর্বাভাসে বাবর আলী জানতে পারেন, সেই অনুকূল আবহাওয়া থাকবে ৬ এপ্রিল পর্যন্ত। তাই পরিকল্পনা মোতাবেক ৩ এপ্রিল আবার চূড়ার দিকে উঠতে শুরু করেন তিনি। ওই দিন ক্যাম্প–১–এ থেকে পরদিন উঠে যান ক্যাম্প–২–এ। এর মধ্যেই শুরু হয় তুষারঝড়। প্রতিকূল আবহওয়ার মধ্যেও বাবর পৌঁছে যান ক্যাম্প–৩–এ (৬৫০০ মিটার)। সাধারণত ৭ হাজার ৪০০ মিটার উচ্চতায় ক্যাম্প তৈরি করে পর্বতারোহীরা চূড়ায় আরোহণের চূড়ান্ত পদক্ষেপ (সামিট পুশ) নেন। কিন্তু আবহাওয়া বিবেচনায় বাবর আলী ক্যাম্প-৩ থেকেই সেই পদক্ষেপ নেন ৬ এপ্রিল রাতে।

সোমবার পর্বত জয় করে ক্যাম্প ২–এ নামার পরিকল্পনা থাকলেও দলের অন্য পর্বতারোহীদের কারণে ক্যাম্প ৩–এ অবস্থান করেন বাবর আলী। মঙ্গলবার সেখান থেকে সকালে নামতে শুরু করেন। ক্যাম্প–২ ও ১ হয়ে নেপালের স্থানীয় সময় বিকেলে নেমে আসেন বেজক্যাম্পে।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান, টানা কয়েক দিনের অভিযানে বাবর আলী অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। আজ বিশ্রাম নেবেন। বুধবার সকালে শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাবর।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়ল অজিতের সিনেমা

তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।

আরো পড়ুন:

৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।

তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ