সিলেটের ওসমানীনগরে অবৈধ স্থাপনার চাপে গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের সীমানাপ্রাচীর ধসে পড়ার ঘটনা ঘটলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।    
জানা যায়, ওসমানীনগরের গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক ঘেঁষে রয়েছে গোয়ালাবাজার ডাকঘর (সাব-পোস্ট অফিস)। ডাকঘরের সীমানাপ্রাচীর ঘেঁষে মহাসড়কের জায়গা দখলে নিয়ে সেখানে দোকানপাট তৈরি করে ভোগদখল করে আসছে একটি প্রভাবশালী মহল। ডাকঘরের সীমানাপ্রাচীর ঘেঁষে উঁচু করে মাটি ভরাটের মাধ্যমে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ডাকঘরের সীমানাপ্রাচীর হেলে পড়তে শুরু করে। সম্প্রতি ডাকঘরের ২৫ থেকে ৩০ ফুট সীমানাপ্রাচীর ধসে মাটিতে পড়ে গেছে। এ ছাড়া ৭০ থেকে ৮০ ফুট সীমানাপ্রাচীর ধসে পড়লেও কয়েকটি গাছের সঙ্গে আটকে আছে। 
সরেজমিন দেখা যায়, গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের সামনের ফটকের সীমানা ছাড়া বাকি অংশজুড়ে রয়েছে অনেক দোকানপাট। সেসব দোকানে বিভিন্ন পণ্যের ব্যবসা করছেন অনেকে। এ ছাড়া রয়েছে একটি শ্রমিক সংগঠনের অফিস। এসব স্থাপনার চাপে পোস্ট অফিসের সামনের সীমানা প্রাচীরের একাংশ ধসে পড়েছে। সীমানাপ্রাচীরের ভেতরে এক কোণে ভাগাড় তৈরি করা হয়েছে। এ ছাড়া পোস্ট অফিসের সামনে মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে ট্রাক ও পিকআপ রাখার স্ট্যান্ড। 
গোয়ালাবাজার সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার জ্যোতিষ চন্দ্র সরকার বলেন, এক ঝড়বৃষ্টির 
রাতে ডাকঘরের সীমানাপ্রাচীরের একাংশ ধসে পড়ে যায়। প্রাচীরের অপর অংশ ধসে পড়ে গাছের সঙ্গে আটকে আছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। 
সিলেটের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী বলেন, ডাকঘরের সীমানাপ্রাচীরসংলগ্ন সরকারি জমি দখলমুক্ত করতে তারা বিষয়টি 
সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছেন। তারা কোনো ব্যবস্থা নেয়নি। 
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, 
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এ মহাসড়ক নির্মাণ কাজের সময় অবৈধ স্থাপনাগুলো এমনিতেই উচ্ছেদের আওতায় আসবে। দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প স ট অফ স র স ম স ব প স ট অফ স

এছাড়াও পড়ুন:

টানা ২৪ ম্যাচে হারেনি বার্সেলোনা, রেকর্ড কত ম্যাচের

২০২৫ সালটা কী অসাধারণ কাটছে বার্সেলোনার! এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও হান্সি ফ্লিকের দল অপরাজিত। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা, লা লিগায় শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে থেকে। এর চেয়ে বেশি আর কী চাওয়ার থাকতে পারে বার্সা সমর্থকদের!


সর্বশেষ গতরাতে লেগানেসের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনপাকিস্তানের ড্রেসিংরুমে মারামারি, রাজনীতি এবং রক্ত দিয়ে লেখা প্রেমপত্র৩ ঘণ্টা আগে

এ নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। ক্লাব ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আর মাত্র তিনবার।
২০০৫-০৬ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনেও টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল বার্সা, সেবারও পরিসংখ্যান ছিল এবারের মতোই, ২০ জয় এবং ৪ ড্র। ডাচ কোচের অধীনে সেই যাত্রা শুরু হয়েছিল ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ ড্র দিয়ে এবং লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের সেই মৌসুমে মায়োর্কার বিপক্ষে ২-০ গোলের জয় পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল।

লেগানেসের বিপক্ষে রাফিনিয়া

সম্পর্কিত নিবন্ধ