ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের পাশে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়াতে পারছি না। তাদের বিপদে আমরা শারীরিক শক্তি প্রয়োগ করে তাদের সহযোগিতা করতে পারছি না।

শুধু মুখে প্রতিবাদ করার পাশাপাশি আমরা যদি দখলদার বর্বর ইজরায়েলীদের পণ্য বর্জন করতে পারি তাহলে ওদেরকে কিছুটা হলেও অর্থনৈতিক ভাবে দুর্বল করতে পারবো। তাই আসুন আমরা ইজরায়েলী পণ্য বর্জন করি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইজরায়েলী পণ্য বর্জনের নামে যারা আমাদের দেশের বিভিন্ন শোরুমে হামলা করছে সেটা নিন্দনীয়। এসকল কুচক্রীদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাই।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পতিত স্বৈরাচার বিভিন্ন ইস্যুকে কাজে লাগাতে পারে। সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইজর য় ল

এছাড়াও পড়ুন:

টিকিটে বেড়েছে ৫০–৩০০ টাকা, যা জানাল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ

আগাম ঘোষণা ছাড়াই ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিনেমার টিকিটের দাম বাড়িয়েছে। কোনো টিকিটের দাম বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা। আবার কোনোটির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। হঠাৎ করে দাম বাড়ার কারণে সিনেমা দেখতে আসা দর্শকেরা বিপাকে পড়েছেন। এ নিয়ে অনেকে ফেসবুকে ক্ষোভও প্রকাশ করেছেন। টিকিটের দাম বাড়তি হলেও ঈদের সিনেমা মুক্তির ১৪তম দিনেও বাংলাদেশি ছবিগুলো হাউসফুল যাচ্ছে।

দেশের অন্যতম এই মাল্টিপ্লেক্স চেইন ছয়টি বাংলা সিনেমা মুক্তির মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করলেও এ সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে চারটি চলচ্চিত্র। ‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’ ছবি দুটিতে দর্শক আগ্রহ না থাকায় প্রদর্শনী বন্ধ করে দিয়েছে তারা। চারটি ছবির মধ্যে তিনটি সিনেমায় দর্শক আগ্রহ বেশি। মুক্তির ১৪ দিনে এসেও টিকিটের সংকট আছে। কোনো ছবির টিকিট দর্শক দুই দিন আগে কিনে রেখেছেন, আবার কোনোটির এক দিন আগে। বাংলাদেশি সিনেমার এমন দর্শক চাহিদায় খুশি সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা। এদিকে হলিউডের ছবি নামিয়ে দেশীয় ছবিকে অগ্রাধিকার দেওয়াতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রযোজক-পরিচালকদের কেউ কেউ। পাশাপাশি কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া টিকিটের দাম বাড়ানোর ব্যাপারটি সিনেমাপ্রেমী দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের মানুষদের বিস্মিত করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন।

স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’

সম্পর্কিত নিবন্ধ