ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। 

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আজকে আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেখানে নবীজি (সাঃ) নামাজ আদায় করেছেন, যা মুসলমানদের জন্য সর্বোচ্চ পবিত্র ভূমি।

আজকে সেখানে বর্বর ইহুদিরা পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের আলোকে মুসলিম ভূমিতে এসে দখলদারিত্ব করছে। ইজরায়েলি সন্ত্রাসীদের হাতে ফিলিস্তিনের লাখো মানুষ শহীদ হয়েছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু করার রয়েছে। ইজরায়েলিদের যেসকল পণ্য রয়েছে সেগুলো আমরা বয়কট করবো। 

এসময় নেতৃবৃন্দ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবী করেন। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া শহীদ মিনারে এসে শেষ হয়। 

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক, সহ-সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা আবীর, ৬নং ওয়ার্ড নেতা আহাদ, ১০নং ওয়ার্ডের রায়হান, তোলারাম কলেজ শাখার নেতা কামরুল হাসান, আরিয়ান, নারায়ণগঞ্জ কলেজ নেতা আবীর সহ সাব্বির, রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর, মালামাল লুট

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বাড়িগুলো থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কোলা গ্রামে ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার কোলাবাজারে বিএনপি নেতা বাবলুর রহমানের ফার্নিচারের দোকানে হামলা চালান নজরুল ইসলাম মোল্লা ও তার লোকজন। তারা দেশী অস্ত্র দিয়ে বাবলুর রহমান ও তার ভাইপো আফাঙ্গীরকে জখম করে। এ ঘটনার জেরে কোলাবাজারে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হয়। সেখান থেকে হামলাকারীদের আটকের দাবি করা হয়। মিছিলে অংশ নেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের বনি। 

আরো পড়ুন:

জামিন: জেল গেটে হামলার শিকার সাবেক এমপি আব্দুল আজিজ

লক্ষ্মীপুরে ২ পক্ষের সংঘর্ষে নিহতের জেরে ১৫ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নাম প্রকাশ না করার শর্তে কোলা গ্রামের এক ব্যক্তি বলেন, “শুক্রবার সকালে বনিদের বাড়িতে প্রায় ২০০-৩০০ লোক হামলা চালায়। তাদের হাতে দা ছিল। তারা আরো কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। যারা এসেছিল তারা অন্য ইউনিয়নের মানুষ। এক ইউনিয়নের মানুষ অন্য ইউনিয়নে এসে হামলা চালাচ্ছে। এ সময় বাজারে পুলিশ ছিল।”  

 

কোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের বনি বলেন, “বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করায় ক্ষুব্ধ হয়ে সাবেক আওয়ামী লীগ ও বর্তমানে বিএনপি নেতা দাবি করা নজরুল ইসলাম মোল্লা ও আলাউদ্দীন আলার নেতৃত্বে প্রায় ২৫০-৩০০ লোক আমার বাড়িতে হামলা চালায়। তাদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। এসময় একটি মোটরসাইকেল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট হয়।” 

তিনি আরো বলেন, “যুবনেতা জলিল আহমেদের বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

জুবায়ের বনির মা শেখা খাতুন জানান, অনেক মানুষ অতর্কিত হামলা চালায় বাড়িতে। এ সময় তার স্বামী ও দুই ছেলে বাড়ি থেকে পালিয়ে যান। আওয়ামী লীগের সময়ও স্বামী-সন্তানদের পালিয়ে থাকতে হয়েছে, এখনো তাদের পালাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম মোল্লার মোবাইলে ফোন কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকদের ভাঙচুর
  • ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ ব্যারিস্টার তুরিন আফরোজকে
  • স্নান উদযাপন ফ্রন্টের পোস্টারে গণহত্যার আসামি মাকসুদ, সমালোচনার ঝড়
  • ভোটের মাধ্যেমে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : জব্বার
  • ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর, মালামাল লুট
  • ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
  • আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই দেশে শান্তি ফিরে আসবে : মাও. মঈনুদ্দিন
  • ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মহানগর যুবদলের র‌্যালি
  • সোনারগাঁয়ে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন