গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী কর্মসূচি চলাকালে হামলার শিকার হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আহত সানি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রসংসদের কর্মী।

হামলায় মাথার পেছনে, পিঠে ও বাঁ কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন বলে আজ মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন সানি সরকার। গতকাল হামলার শিকার হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে গতকালের পুরো ঘটনার বিবরণ দিয়েছেন সানি সরকার। তিনি লিখেছেন, ‘সকাল থেকেই ফিলিস্তিনের প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা ছিল। বিভিন্ন ভাইকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছিল—কীভাবে কী করা যায় আজকের প্রোগ্রাম নিয়ে। বেলা ১১টার পর থেকেই ভাইদের সঙ্গে বটতলায় বসা হয়, এরপর মলে (মল চত্বর) গিয়ে প্রোগ্রামের পরিকল্পনা শুরু করি। পরে টিএসসিতে গিয়ে বেলা একটার দিকে ফিলিস্তিনের পতাকা আনতে যাই। সেখানে গিয়ে দেখি, সিটি কলেজ ও অন্যান্য কলেজের ছাত্ররা সম্ভবত ফিলিস্তিন ইস্যুতে প্রোগ্রাম করছে। সেখানে গিয়ে দেখি, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের পতাকা ব্যবহৃত হচ্ছে।’

সানি সরকার লিখেছেন, ‘আমি তাদের দু–একজনকে বুঝিয়ে বলি—ভাই, আপনারা একটি ভালো প্রোগ্রাম করছেন, এটিকে আমরা পরে চালিয়ে নেব। আমিও একজন মুসলমান, তবে অনুরোধ করব এই নিষিদ্ধ পতাকাটি নামিয়ে ফেলুন। রাজু ভাস্কর্যের সামনে যেকোনো আন্দোলন বা প্রোগ্রাম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এসবের ছবি বা ভিডিও যদি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে, তবে তা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই আপনারা এই পতাকাটি বাদ দিয়ে প্রোগ্রাম চালান।

‘আমার অনুরোধের পর দু–একজন পতাকা নামিয়ে পকেটে রেখে দেন। এরপর কাদের ভাই, খালেদ ভাই ও তানভীর ভাইয়েরাও বাকিদের বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছু (নিষিদ্ধ সংগঠন) হিযবুত তাহ্‌রীরপন্থী বিষয়টি বুঝতেই চায়নি। তারা আমাদেরকে “ইসলামবিদ্বেষী” আখ্যা দিয়ে মারতে আসে। আমি তখন বলি, ভাই, আপনারা একটি ভালো প্রোগ্রামে এসেছেন, এখন আমাদের ক্যাম্পাসে মারামারি করবেন? আমি তখন দু–একজনকে পেছনে পাঠিয়ে দিই, ফলে পরিস্থিতি শান্ত হয়ে যাচ্ছিল।’

এর মধ্যে জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী তাঁদের উসকে দেন উল্লেখ করে সানি সরকার লিখেছেন, ‘ফলে তারা আরেকবার মব তৈরি করে। এরপর প্রায় ৫০-৬০ জন মিলে আমার দিকে মারমুখী হয়ে আসে। অথচ আমি কেবল তাদের বোঝাতে চাচ্ছিলাম—আপনারা জানতেই পারছেন না যে আসলে কী করছেন। আমি তখন কোনোভাবে বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। ভিড়ের মধ্যে আমাকে ইচ্ছেমতো মারধর করা হয়। অথচ যারা মারল, তারা আদৌ বুঝেছে কি কেন মারছে বা কাকে মারছে? আর আমাকে “ইসলামবিদ্বেষী” ট্যাগ লাগিয়ে দিল! আমি তাদের শুধু একটাই কথা বলব—আমার স্টোরির আর্কাইভগুলো দেখুন বা আমার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন, প্রমাণের অভাব হবে না।’

এ প্রসঙ্গে সানি সরকার আরও লিখেছেন, ‘কিন্তু আবেগপ্রবণ লোকদের কে বোঝাবে এসব কথা? সব ইসলাম মানেই নবীর প্রকৃত ইসলাম নয়। ইসলামের মধ্যেও কত ভণ্ড পীর ও বিভক্তি আছে, তা এদের কে বোঝাবে? (নিষিদ্ধ সংগঠন) হিযবুত তাহ্‌রীর আর তথাকথিত “তৌহিদি জনতা”—তাদের মধ্যে পার্থক্য কে বোঝাবে? দিন শেষে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে আজ নিজের দেশের ভাইয়ের হাতে মার খেতে হলো। আর কিছুক্ষণ থাকলে হয়তো বেঁচে থাকতাম কি না সন্দেহ। আল্লাহর কাছে শুকরিয়া যে এখনো বেঁচে আছি।’

ওই ঘটনার সূত্র ধরে তাঁর ওপর তিন দফায় আক্রমণ করা হয় উল্লেখ করে সানি সরকার লিখেছেন, ‘এমনকি রিকশায় তুলে দেওয়ার সময়ও আক্রমণ অব্যাহত ছিল। এ সময়কাল প্রায় ২০-২৫ মিনিট। তবু প্রশ্ন থেকে যায়—প্রক্টরিয়াল বডি এত সময়েও মব আটকাতে আসেনি কেন? এমনকি পরে এসেও কোনো ধরনের বাধা দেয়নি কেন?’

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রোগ্রাম করতে পারে, সেই প্রশ্ন তুলে সানি সরকার লিখেছেন, ‘যেখানে বহিরাগতদের কোনো কর্মসূচি করার অধিকার নেই, সেখানে আমরা এতটাই অনিরাপদ হয়ে পড়েছি যে বাইরের কেউ এসে প্রোগ্রাম বা তাদের প্রোপাগান্ডা চালিয়ে আমাদের ওপর হামলা চালায়? এর বিরুদ্ধে বাধা দিলে আমাদেরকেই এ ধরনের হামলার শিকার হতে হয়? এ বিষয়ে কি প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই?’

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যারা ‘মব’ উসকে দিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সানি সরকার।

সানি সরকারের ওপর হামলার প্রতিবাদ ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধের দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

গণতান্ত্রিক ছাত্রসংসদের বিবৃতি

গতকালের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ একটি বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। গতকালের কর্মসূচিগুলোতে বিভিন্ন সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পতাকা উড়তে দেখা গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে তারা।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল নানা রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজায় গণহত্যার বিরুদ্ধে সমাবেশ ও মিছিলের আয়োজন করে। কিন্তু গতকালের কর্মসূচিগুলোতে বিভিন্ন সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পতাকা উড়তে দেখা গেছে। এর আগেও ফিলিস্তিনের পক্ষে আয়োজিত কর্মসূচিতে এ ধরনের পতাকা উত্তোলন আন্দোলনের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিসরে প্রশ্নবিদ্ধ করেছিল।’

গণতান্ত্রিক ছাত্রসংসদ বলেছে, এ ধরনের পতাকা ব্যবহার না করার অনুরোধ জানালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সানি সরকারের ওপর বর্বর হামলা চালানো হয়। ঘটনাস্থলে (নিষিদ্ধ সংগঠন) হিযবুত তাহ্‌রীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিগত সময়ে গ্রেপ্তার হওয়া কয়েকজনকে প্রত্যক্ষ করা গেছে, যাঁরা ‘নাস্তিক’ ট্যাগ দিয়ে বহিরাগত ‘মব’ দিয়ে সানির ওপর তিন দফায় ২০ থেকে ৩০ মিনিট ধরে শারীরিক নির্যাতন চালান। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন আরও একাধিক শিক্ষার্থী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিমকে জানানো হলেও তারা দায়িত্বহীনতার পরিচয় দেয় এবং আহত শিক্ষার্থীকে উদ্ধারে কোনো কার্যকর ভূমিকা নেয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপস্থিতি ও কার্যক্রম প্রতিহত করতে দেশের নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী হামলায় উসকানি দিয়েছেন এবং অংশ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুততম সময়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ষ দ ধ স গঠন সরক র ল খ ছ ন গতক ল র আম দ র র ওপর ধরন র আপন র ইসল ম ঘটন র

এছাড়াও পড়ুন:

আনন্দ শোভাযাত্রার মোটিফে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত চায় ঢাবি ছাত্রদল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ প্রাঙ্গণে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ্‌যাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাবি ছাত্রদল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আগুন লাগার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান—   এই প্রতিপাদ্যে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে বিভিন্ন প্রতিকৃতি তৈরির কাজে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুদিন ধরে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম চললেও শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কিছু দুর্বৃত্ত অনুষদ প্রাঙ্গণে নির্মিতব্য ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে তা ভস্ম করে দিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা এবং ক্যাম্পাসে ফ্যাসিস্টদের মুক্ত পদচারণার বিষয়ে ঢাবি ছাত্রদল এর আগে যে উদ্বেগ প্রকাশ করেছিল, এই ন্যক্কারজনক ঘটনাটি তার সত্যতা প্রমাণ করে প্রতি একটি ভয়াবহ বার্তা দিয়ে গেল।’

ঢাবি ছাত্রদল বলেছে, জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ফ্যাসিবাদী শাসনামলের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলাকারীরা এখনো আবাসিক হলগুলোতে বহাল তবিয়তে অবস্থান করছে। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিনা বাধায় চলাফেরা করছে। ক্যাম্পাসের বাইরে অবস্থান করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম উদাসীনতা দেখিয়েছে। এই অগ্নিসংযোগের ঘটনার মাধ্যমে সেটিরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছে ঢাবি ছাত্রদল।

সম্পর্কিত নিবন্ধ