সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
Published: 8th, April 2025 GMT
ব্যাংকে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
প্রথম মামলায় সাবেক মন্ত্রী মজিদের বিরুদ্ধে ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৩টি ব্যাংক হিসাবে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলার আসামি নাদিরা মাহমুদের বিরুদ্ধে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
স্বামী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় স্ত্রী নাদিরা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন।
দ্বিতীয় মামলায় স্ত্রী নাদিরা মাহমুদের সঙ্গে আসামি হয়েছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৫ এপ্রিল ২০২৫)
আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলপুলিশ-ওয়ান্ডারার্স
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস টিভি
ফর্টিস-ফকিরেরপুল
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ইউটিউব
চেন্নাই-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস
করাচি-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
স্টুটগার্ট-হাইডেনহাইম
রাত ১২-৩০ মি., সনি স্পোর্টস ২