আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে ৩৯.

১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। বৈঠকে অংশ নিতে আজ বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ