ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Published: 8th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি অংশ হিসেবে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সোনারগাঁ সরকারি কলেজ ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে ইসরায়েলি পন্য বয়কট করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া'র নেতৃত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ তিনি বলেন, "গনহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু নারী ও বৃদ্ধ শাহাদাত বরণ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই"।
মিছিল পূর্ব অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুল বলেন, "পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলতে মানবতা বিরোধী আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।
এসময় সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীদের কে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী ভুবন মিয়া।
মিছিলটি ক্যাম্পাস থেকে মোগরাপাড়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে
মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল স ন রগ
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গনহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বন্দরে বিভিন্ন এলাকায় দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে ঘারমোড়া ও চর ঘারমোড়া এলাকাবাসী আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইসরায়েল ইসলামের শত্রু তারা মুসলমানদের শত্রু। ইহুদিরা ফিলিস্তিনে গাজায় যে নৃশংস গনহত্যা চালিয়ে যাচ্ছে আমরা গনহত্যার র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এর পাশাপাশি আমাদের দেশের ব্যবসায়ী ভাইদেন ও এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ইসরায়েলকে ধ্বংস করার জন্য তাদের সকল পন্য আমাদেরকে বয়কট করতে হবে। ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য বিশ্বের সকল মুসলমানরা এক জোট হয়ে ইসরায়েল আগ্রাসনকে রুখে দিতে হবে।
ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক রমিজ উদ্দিন বুলেটের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সোয়াইব আহাম্মেদ সাকি, ঘারমোড়া নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল কাশেম, ঘারমোড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবু সাঈদ, ঘারমোড়া পাক্কা জুম্মা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গাফফার, চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি এম.এস কাউছার, চর ঘারমোড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি এহতেশাম বিন আনোয়ার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দক্ষিন ঘারমোড়া সালামত উল্ল্যাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। দোয়া ও প্রতিবাদ সভায় ঘারমোড়া, চর ঘারমোড়া ও আলীনগরসহ বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার মুসল্লী ও সাধারন জনগন অংশ গ্রহন করেন।