যমুনা সেতুর দুই প্রান্তের থানার নাম পরিবর্তন, বাদ গেল ‘বঙ্গবন্ধু’
Published: 8th, April 2025 GMT
যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ‘যমুনা সেতু পশ্চিম থানা’ (বর্তমান নাম) সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (বর্তমান নাম) টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়। এর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গাবাসীর জন্য সরকারি চাকরি, পদ ৩৯
চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১৬তম গ্রেডভুক্ত ‘স্বাস্থ্য সহকারী’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারেবন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৩৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড ১৬)
আবেদনের বয়স
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর।
আরও পড়ুনআউটসোর্সিং নীতিমালা জারি: ঈদ-বৈশাখে প্রণোদনা, মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা১৫ এপ্রিল ২০২৫যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন ফি
১১২ টাকা।
আবেদনের শেষ সময়
৪ মে, ২০২৫।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫