‘আধুনিক’ পাহাড়ি গান-নৃত্য যাঁদের দিয়ে শুরু
Published: 8th, April 2025 GMT
নানা উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় শিহরণ জাগায় মারমা শিল্পীদের পাখানৃত্য। বিশেষ করে মারমাদের বর্ষবরণের অনুষ্ঠানে ‘ত্নহ তাখা হ্নাসই পোয়ে, অপ্য পিরে সাংগ্রাইংলে, ঙেনি রাকমা জা ফ্রইতে, ম্রারে ফুরে তোয়ি নিংরে (বছর ঘুরে সাংগ্রাইং এসেছে/ আনন্দ ও উচ্ছ্বাসে/ উষ্ণ-শীতল আবেশ নিয়ে/ আমার প্রিয়তমের শীতল অনুভূতি জাগাব পাখা দিয়ে) গানের সঙ্গে পাখানৃত্য প্রতিবছরই দর্শকদের মাতিয়ে আসছে। হৃদয়কাড়া এই নৃত্য-গান দুটিরই স্রষ্টা হিসেবে রয়েছে ‘মারমা শিল্পীগোষ্ঠী। কেবল পাখানৃত্য নয়, মারমাদের ময়ূরনৃত্য, থালানৃত্য, মাছ ধরা নৃত্য, ছাতানৃত্য—সবকিছুরই রূপকার এই সংগঠন। নিজেদের সৃষ্টি করা অসংখ্য পাহাড়ি গানেও শ্রোতাদের আবেগে-উচ্ছ্বাসে মাতিয়ে রাখে সংগঠনটি। বলা যায়, পাহাড়িদের সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে সংগঠনটি।
বান্দরবানে প্রতিষ্ঠিত হয় ‘মারমা শিল্পীগোষ্ঠী’। যাত্রা শুরু ১৯৯৬ সালে। এই সংগঠনের শিল্পীরা নিজেদের সৃষ্টিশীলতায় ঝিমিয়ে পড়া মারমা সংস্কৃতির যেমন প্রাণ সঞ্চার করেছেন, তেমনি ত্রিপুরা, ম্রো, খুমি, খেয়াংসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতিকেও জাগিয়ে তুলেছেন। বর্তমান সময়ে মারমাদের জনপ্রিয় অসংখ্য নৃত্য-গান মারমা শিল্পীগোষ্ঠীর সৃষ্টি। পুরোনোকে ধারণ করে এসব গান-নৃত্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত হয়ে আসছে।
সাত-আটজন তরুণ-তরুণী পাহাড়ি সংস্কৃতিচর্চা ও বিকাশের জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গতানুগতিকতার বাইরে পাহাড়ের শিল্প-সংস্কৃতির নতুন পথরেখা সন্ধান ছিল তাঁদের উদ্দেশ্য। প্রাচীন সংস্কৃতির সঙ্গে সমকালকে মিলিয়ে নৃত্য-গানের রূপান্তর করেছেন। এ পর্যন্ত শিল্পীদের একক ও দলীয় গানের বহু অ্যালবাম বেরিয়েছে। নাটক ও নৃত্যও হয়েছে বহু।
মারমা শিল্পীগোষ্ঠীর গানের অ্যালবামের মধ্যে সবচেয়ে সাড়া জাগিয়েছে ‘টং অঙোয়ে’ (পাহাড়ের বাষ্প); নাটকের মধ্যে ওয়াকুসে বা তুলা ব্যবসায়ী। গান, নৃত্য ও নাটক ছাড়াও ২০০১ সালে মারমাদের ঐতিহ্যবাহী পোশাক–পরিচ্ছদ, গয়না ও ভাষা তুলে ধরার জন্য মিস্টার ও মিস মারমা প্রতিযোগিতা আয়োজন শুরু করা হয় সংগঠনের উদ্যোগে। সাংগ্রাইং উৎসবে এই আয়োজন তরুণ-তরুণীদের নিজেদের সমাজ-সংস্কৃতি নিয়ে সচেতন করে। তবে কয়েক বছর করার পর এর আর ধারাবাহিকতা রাখা যায়নি। মারমা ছাড়াও ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, খেয়াং, খুমিসহ অন্য জাতিগোষ্ঠীগুলোর সংস্কৃতিচর্চা এবং বিকাশেও মারমা শিল্পীগোষ্ঠী কাজ করছে। ম্রো আধুনিক গানের প্রথম অ্যালবাম মারমা শিল্পীগোষ্ঠী থেকে বের করা হয়েছে।
ময়ূর নৃত্য পরিবেশন করছেন মারমা শিল্পীরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পানিখেলা আর পাজনের আনন্দ পাহাড়জুড়ে
পাহাড়ে শুরু হয়েছে বৈশাখের প্রধান সামাজিক উৎসব। এতে আছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, পাতা উৎসব। গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান নিয়ে তিন পার্বত্য জেলা এখন উৎসবের জনপদ।
উৎসবের প্রথম দিন শনিবার ছিল ফুল বিজু। বাংলা বর্ষের শেষ দু’দিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করে থাকে পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়। এদিকে উৎসব ঘিরে তিন পার্বত্য জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা মেলার আয়োজন করেছে। উৎসব ঘিরে গ্রামাঞ্চলের চেয়ে শহরের বাজারগুলো সরগরম।
পার্বত্য চট্টগ্রামের (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ১৩ ভাষাভাষী ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই ও পাতা। এসব উৎসবকে চাকমা সম্প্রদায় বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু, খুমিরা সাংক্রাই, সাঁওতালরা পাতা বলে থাকে। উৎসবটির উচ্চারণগতভাবে বিভিন্ন নামে পালন করলেও এর নিবেদন কিন্তু একই। তাই এ উৎসব পাহাড়ি জনগোষ্ঠীর জন্য শুধু আনন্দের নয়, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে।
আজ ফুল বিজু উপলক্ষে ভোরে পানিতে ফুল নিবেদনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এদিন শিশু ও কিশোর-কিশোরীরা ভোরে ঘুম থেকে উঠে বনফুল সংগ্রহ করে বাড়ির আঙিনা সাজায়। তরুণ-তরুণীরা পাড়ায় পাহাড় বৃদ্ধদের শ্রদ্ধার সাথে স্নান করায়। আদিবাসী মেয়েরা বাড়ি-ঘর পরিস্কার-পরিচ্ছন্ন করে থাকে। সন্ধ্যায় বৌদ্ধ মন্দির, নদীর ঘাট ও বাড়িতে প্রদীপ প্রজ্জালন করে। নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উৎসবের প্রথম দিনে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উদযাপন কমিটি রাঙামাটির উদ্যোগে রাজবন বিহার পুর্ব ঘাট এলাকায় নদীতে ফুল নিবেদন করা হবে।
আগামী কাল সোমবার উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এ দিন বাড়িতে বাড়িতে চলবে খাওয়া-দাওয়ার পর্ব ও আনন্দ-আয়োজন। ৩০ থেকে ৪০ প্রকার তরকারি নিয়ে রান্না করা পাজনসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আগত অতিথিদের পরিবেশন করা হবে।
উৎসবের তৃতীয় দিনে অর্থাৎ ১৪ এপ্রিল “গজ্যাপজ্যা বিজু”। এ দিনে পাহাড়িরা সারাদিন ঘরে বসে বিশ্রাম নিয়ে থাকে। এদিন বৌদ্ধ মন্দিরে প্রার্থনা ও বয়োজ্যেষ্ঠদের বাড়িতে ডেকে নিয়ে এসে যত্ন সহকারে ভাত খাওয়ানোর পর আর্শীবাদ নেয়া হয়। পাহাড়িরা মনে করে থাকে সারাদিন আনন্দ আর হাসি-খুশিতে কাটাতে পারলে সারাবছর সুখে–শান্তিতে ও ধন-দৌলতে কেটে যাবে। এদিন তারা যেকোন প্রাণী হত্যা থেকে বিরত থাকে। তাছাড়া, মারমা সম্প্রদায়ের লোকজন এদিন ঐতিহ্যবাহী পানি খেলার আয়োজন করে। তারা পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সমস্ত গ্লানি ও দুঃখ কষ্টকে দূর করে নতুন বছরকে বরণ করে থাকে।
উৎসব ঘিরে ঐতিহ্যবাহী ঘিলে হ্রা,নাদেং হ্রা, বলি খেলা, বাশহরম, ফোর খেলার আয়োজন চলছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদোগে সপ্তাহব্যাপী বিজু মেলার আয়োজন করা হয়েছে।। মেলায় পোশাক, হস্তশিল্প ও গৃহ সামগ্রী, খাবার-দাবার, আলংকারের ষ্টল ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
হস্তশিল্পের স্টলে কথা হয় লাকী চাকমার সঙ্গে। তিনি জানান, মেলায় ১৫ হাজার টাকার পণ্য বিক্রি করতে পারলেও তেমন লাভ হয়নি। মেলার চেয়ে অনলাইনে বিক্রি করে ভালো লাভ করতে পারতেন। বই বিক্রেতা মেগলো চাকমা বলেন, ‘৩০ থেকে ৪০ হাজার বই বিক্রি করে মোটামুটি লাভ হয়েছে।’
খাবারের স্টল দেওয়া সুশীল চাকমা জানান, এবারের মেলায় ষ্টলের সংখ্যা বেশি ছিল। শুধু খাবারের স্টল ছিল শতাধিক। প্রথম দিন ১৬ হাজার টাকা বিক্রি করতে পেরেছেন। পরের দিনগুলোতে তিন থেকে চার হাজার টাকার খাবার বিক্রি করতে পেরেছেন। তেমন একটা লাভ করতে পারেননি। তবে আগের বছরের মেলায় ৩০ থেকে ৩৫টি খাবারের স্টল ছিল। তখন বেচা-বিক্রিও ছিল বেশ ভালো।
উৎসব ঘিরে বিভিন্ন হাট-বাজারগুলো বেচা-বিক্রি সরগরম উঠেছে। বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির সাপ্তাহিক হাটে দেখা গেছে ক্রেতাদের ভিড়। কথা হয় বাজারে আসা ক্রেতা নব বিকাশ চাকমা, চন্দ্র সেন চাকমা, খোকন চাকমা, সূচনা চাকমার সঙ্গে। তারা জানান, আয় অনুযায়ী উৎসবের জন্য সদাই করেছেন। তবে জিনিসপত্রের দাম একটু বেশি।
বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বিজয়গিরি চাকমা বলেন, ‘বিজুকে কেন্দ্র করে আগে বনরুপা বাজারে জাকজমকভাবে বেচা-বিক্রি হতো কিন্তু এবার তা কম। তার কারণ হচ্ছে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা কমেছে।’ উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টুমনি তালুকদার বলেন, ‘তিন পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উৎসব চলছে।’