এক মাসে দেড় শ কোটি টাকা দামের চোরাচালান পণ্য জব্দ: বিজিবি
Published: 8th, April 2025 GMT
দেশের সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মার্চে প্রায় সাড়ে সাত লাখ ইয়াবাসহ চোরাচালানের বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের দাম ১৫২ কোটি ৮ লাখ টাকা। আজ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে ৩টি ওয়ান শুটারগান, ৪৬টি গুলি, ৩৩ হাজার ১০০টি সিসার গুলি, ৭ কেজি ৯৫৮ গ্রাম সোনা এবং ৪টি কষ্টিপাথরের মূর্তি রয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭ লাখ ৪৭ হাজার ১৬১টি ইয়াবা, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬ হাজার ২৪২ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৭৭ বোতল বিদেশি মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১ হাজার ২৩৫ বোতল ক্যান বিয়ার, ২ হাজার ৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫ হাজার ২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট রয়েছে।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত অভিযোগে ১৩৪ জন চোরাকারবারি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বেল সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ করে সিকোটেক্স ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি ফ্যাক্টরির শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিয়ে বালুয়াকান্দি সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরির কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।
এদিকে ফ্যাক্টরির ড্রায়ার মেশিন থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ফ্যাক্টরিতে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলে জানান তিনি।
ঢাকা/রতন/এস