পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন
Published: 8th, April 2025 GMT
পটুয়াখালীর বাউফলে একটি হত্যা মামলায় ২৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল করিম মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মো. ফরিদ হোসেন রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- আবুল কাশেমের ছেলে মো.
আরো পড়ুন:
যুবককে হত্যার পর হাসপাতালে রেখে গেল দুর্বৃত্তরা
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ‘মারধরে’ যুবকের মৃত্যু, আটক ২
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ মার্চ কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট সাইদুর রহমান সোহেল মল্লিকের বাড়িতে হামলা চালান আসামিরা। হামলায় সোহেলের বাবা আব্দুল ওহাব মল্লিক গুরুতর আহত হন। পরদিন ২১ মার্চ তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে সাইদুর রহমান সোহেল মল্লিক বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে মামলার চার্জশিট দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ মামলাটির রায় ঘোষণা করেন।
মামলার বাদী সাইদুর রহমান সোহেল বলেন, “আমরা বাবা হত্যার ন্যায়বিচার পেলাম। বিচার বিভাগকে ধন্যবাদ জানাই। এখন আমার বাবার আত্মা শান্তি পাবে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট মো. ফরিদ হোসেন বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, কোনো অপরাধী আইনের হাত থেকে রেহাই পায় না। রাষ্ট্রপক্ষ থেকে আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য সরদ র র ছ ল র রহম ন স দ র রহম ন ল সরদ র
এছাড়াও পড়ুন:
বিএনপিকর্মী নিহতের ঘটনায় মানহানি মামলা
রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপিকর্মী নিহতের ঘটনায় বহিষ্কৃত ৮ নেতার বিরুদ্ধে মানহানি মামলা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে (বদরগঞ্জ) মামলা দায়ের করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফি কামাল।
মামলার আসামি হলেন- জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, বদরগঞ্জ পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন সরদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক কয়েল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছামছুল হক। এছাড়াও অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা দলীয় পরিচয় ব্যবহার করে শৃঙ্খলা বিরোধী কাজ করেছে। আসামিদের হামলায় লাবলু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গত ৫ এপ্রিল তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৬ এপ্রিল তাদের দল থেকে বহিষ্কার করা হয়। তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল নির্দেশ দিলে রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আদালতে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, দোকান ভাড়াকে কেন্দ্র করে গত শনিবার সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সঙ্গে সাবেক বিএনপি নেতা ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপিকর্মী লাবলু মিয়া নিহত হন এবং সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।