কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
Published: 8th, April 2025 GMT
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট।
দরকারি নির্দেশাবলি—
ভর্তি পরীক্ষার তারিখ: ১২ এপ্রিল ২০২৫।
পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা।
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা ।
প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে কাটা যাবে ০.
ইংরেজি-১০
১. The colour of his eyes— blue.
ক. is খ. are
গ. ware ঘ. being
২. I bought this watch — twenty dollars.
ক. in খ. at
গ. for ঘ. by
৩. It is dangerous to walk — the Dhaka-Aricha Highway.
ক. in খ. by
গ. across ঘ. beside
৪. A word similar to ‘ecstasy’ is — .
ক. plaight খ. delight
গ. increment ঘ. bliss
৫. How long— you known have?
ক. have খ. did
গ. are ঘ. has
৬. She insisted on — her party.
ক. to take খ. tathing
গ. take ঘ. took
৭. The word ‘Parent’ means — .
ক. Father খ. Mother
গ. Father and Mother ঘ. Father or Mother
৮. It is worth— hand for a good return.
ক. work খ. to work
গ. worked ঘ. warking
৯. I am not envious— his fame.
ক. for খ. of
গ. about ঘ. with
১০. The word ‘infancy’ is a/an — .
ক. Common noun খ. Abstract noun
গ. Material noun ঘ. Collective noun
আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫প্রাণিবিজ্ঞান-১৫
১১. ঘাসফড়িংয়ের অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে কী বলে?
ক. লার্ভা খ. পিউপা গ. নিম্ফ ঘ. ইমোগো
১২. রুই মাছের জাইগোট সৃষ্টির কত মিনিট পর ক্লিভেজ শুরু হয়?
ক. ১৫-২০ মিনিট খ. ২৫-৩০ মিনিট
গ. ৩০-৪৫ মিনিট ঘ. ৪০-৬০ মিনিট
১৩. হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রথম কে পর্যবেক্ষণ করেন?
ক. আব্রাহাম ট্রেসলে খ. গ্রেগর মেন্ডেল
গ. হান্ট মর্গান ঘ. লুই পাস্তুর
১৪. ঘাসফড়িংয়ে ‘ল্যাসিনিয়া’ পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে?
ক. ল্যাব্রাস খ. ম্যান্ডিবল গ. ম্যাক্সিলা ঘ. ল্যারিয়াম
১৫. মানবদেহের ‘জৈব রসায়নাগার’ বলা হয় কোনটিকে?
ক. ক্যানাইন খ. যকৃৎ গ. ফুসফুস ঘ. বৃহদন্ত্র
১৬. গ্যাস্ট্রিক জুসে কত পরিমাণ পানি থাকে?
ক. ৬৭% খ. ৭৮% গ. ৮৬% ঘ. ৯৯.৪৫%
১৭. মানবদেহের শ্বসনের মৌলিক ছন্দ কে নিয়ন্ত্রণ করে?
ক. মেডুলা খ. ভ্যাগাস
গ. অ্যালভিওলাস ঘ. পন্স
১৮. লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি?
ক. গ্লোবিন খ. হিমোগ্লোবিন
গ. সাইনাস ঘ. ক্রনিক
১৯. কন্ড্রিন নামক জৈব পদার্থ কোথায় থাকে?
ক. ম্যাট্রিক্সে খ. হায়ালিনে
গ. স্টার্নাসে খ. পিভটে
২০. ‘সমুদ্র ফুল’ বলা হয় কোন পর্বের প্রাণীদের?
ক. ননকর্ভাটা খ. মলাস্কা
গ. নিডারিয়া ঘ. নেমাটোডা
২১. হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল CO2 সমৃদ্ধ রক্তবাহিত হয় বলে রুই মাছের হৃৎপিণ্ডকে কী বলে?
ক. সিস্টোল হার্ট খ. ভেনাস হার্ট
গ. রেনাল হার্ট ঘ. কভান ধমনি
২২. কোন নদীকে প্রাকৃতিক জিন-সমৃদ্ধ ‘মৎস্য খনি’ বলা হয়?
ক. কর্ণফুলী নদী খ. হালদা নদী
গ. পশুর নদী ঘ. সাঙ্গু নদী
২৩. ‘কেসিন’ কোন ধরনের উপাদান?
ক. শর্করা খ. ফ্যাট
গ. ভিটামিন ঘ. প্রোটিন
২৪. সোরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে?
ক. মস্তিষ্ক খ. হৃৎপিণ্ড
গ. ফুসফুস ঘ. অস্থিসন্ধি
২৫. মানবদেহের সবচেয়ে বড় অনালগ্রন্থি কোনটির?
ক. যকৃৎ খ. থাইরয়েড
গ. পিটুইটারি ঘ. থ্যালামাস
আরও পড়ুনএসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ৯টি নির্দেশনা৩ ঘণ্টা আগেউদ্ভিদবিজ্ঞান-১৫
২৬. কোষের ‘সুইসাইডাল স্কোয়াড’ বলা হয় কাকে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. লাইসোজোম
গ. ক্রোমোজোম ঘ. গলজি বডি
২৭. একটি শুক্রাণুর কত অংশজুড়ে নিউক্লিয়াস থাকে?
ক. ৭৫% খ. ৮০%
গ. ৮৫% ঘ. ৯০%
২৮. কোনটিকে ‘দ্বিতীয় প্রজন্মের বায়োফুয়েল’ নামে অভিহিত করা হয়?
ক. ব্যাকটেরিয়া খ. শৈবাল
গ. ছত্রাক ঘ. ভাইরাস
২৯. রাতের বেলায় উদ্ভিদের ফুল ও পাতা বন্ধ হওয়াকে কী বলে?
ক. ট্রপিজম খ. ন্যাসটিজম
গ. জিওট্রপিজম ঘ. হেলিওট্রপিজম
৩০. ফল ও বীজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক কোনটি?
ক. ডরমিন খ. জিবেরেলিন
গ. অক্সিন ঘ. ক্রোমোজোম
৩১. কোন ধরনের উদ্ভিদে অ্যারেনকাইমা থাকে?
ক. স্থলজ উদ্ভিদে খ. জলজ উদ্ভিদে
গ. বুরুজ উদ্ভিদে ঘ. সব কটি
৩২. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
ক. মাইটোকন্ড্রিয়ায় খ. রাইবোজোমে
গ. গলজি বডি খ. ক্রোমোজোমে
৩৩. ফুলের বাইরের স্তবককে কী বলা হয়?
ক. করেলা খ. ম্যাট্রিক্স
গ. ক্যালিক্স ঘ. ব্র্যাক্ট
৩৪. দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?
ক. নগ্নবীজী খ. গুপ্তবীজী
গ. ব্রায়োফাইট ঘ. টেরিডোফাইট
৩৫. কোন জৈব উপাদানে গ্লুটারিক অ্যাসিড থাকে?
ক. আমিষ খ. শর্করা
গ. স্নেহজাতীয় ঘ. ভিটামিন
৩৬. কোষের ‘ক্রসিংওভার’ কোথায় ঘটে?
ক. প্যাকাইটিলে খ. লেপ্টোটিনে
গ. জাইগোটিনে ঘ. ডিপ্লোটিনে
৩৭. RNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক. রেপ্লিকেশন খ. ট্রান্সলেশন
গ. ট্রান্সক্রিপশন ঘ. ট্রান্সফর্মেশন
৩৮. কোনটিকে ‘নিউক্লিক অ্যাসিডের ভান্ডার’ বলা হয়?
ক. রাইবোজোম খ. নিউক্লিওলাস
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. গলজি বডি
৩৯. রুই মাছের আঁইশ কোন ধরনের?
ক. নেক্রোসিস খ. সাইক্লয়েড
গ. মেজর কার্প ঘ. ডিমারসাল
৪০. মানবদেহে অত্যাবশকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ২০টি ঘ. ২৫টি
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বিজ্ঞান শাখা—মডেল টেস্ট–১০৪ এপ্রিল ২০২৫পদার্থবিজ্ঞান-২০
৪১.একটি তারের ব্যাসার্ধ (3±0.06)mm হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত শতাংশ হবে?
ক. 2% খ. 3%
গ. 4% ঘ. 5%
৪২. কোন পরিবাহীর ডাইভারজেন্স ঋণাত্মক হলে প্রবাহী কীরূপ হবে?
ক. প্রসারিত খ. সংকুচিত
গ. ঘনত্ব হ্রাস পাবে ঘ. অপরিবর্তিত থাকবে
৪৩. দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে?
ক. 0 ডিগ্রি খ. 45 ডিগ্রি
গ. 90 ডিগ্রি ঘ. 180 ডিগ্রি
৪৪. কোনটি মৌলিক বল নয়?
ক. অভিকর্ষীয় বল খ. ঘর্ষণ বল
গ. তড়িৎ চুম্বকীয় বল ঘ. সবল নিউক্লীয় বল
৪৫. একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ হবে—
ক. শূন্য খ. ঋণাত্মক
গ. ধনাত্মক ঘ. সর্বোচ্চ
৪৬. পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের গতিশক্তি দ্বিগুণ করা হলে, স্যাটেলাইটের অবস্থা কী হবে?
ক. আস্তে আবর্তিত হবে খ. হারিয়ে যাবে
গ. অপরিবর্তিত থাকবে ঘ. দ্রুত আবর্তিত হবে
৪৭. নিচের কোনটির ওপর ‘বাষ্পায়ন’ নির্ভর করে না?
ক. বায়ুর আর্দ্রতা খ. বায়ুর তাপমাত্রা
গ. বায়ুর প্রবাহ ঘ. তরলের প্রকৃতি
৪৮. শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়?
ক. পানি খ. শূন্য
গ. বাতাস ঘ. ইস্পাত
৪৯. শিশিরাঙ্ক বলতে আমরা কী বুঝি?
ক. তাপ খ. তাপমাত্রা
গ. আর্দ্রতা ঘ. আপেক্ষিক আর্দ্রতা
৫০. 35% কর্মদক্ষতাবিশিষ্ট একটি তাপীয় ইঞ্জিন প্রতি পূর্ণচক্র শেষে উৎস থেকে গৃহীত তাপ শতকরা কত ভাগ বর্জন করে?
ক. 35% খ. 45%
গ. 50% ঘ. 65%
৫১. বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের ওপর নির্ভর করে?
ক. দৈর্ঘ্য খ. তাপমাত্রা
গ. তড়িৎ প্রবাহ ঘ. ক্ষেত্রফল
৫২. কোনটি ওহমিক উপাদান নয়?
ক. তামার তার খ. রোধক
গ. ধারক ঘ. তারের পুরুত্ব
৫৩. যদি পরিবাহীর দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ হয়, তাহলে রোধ হবে—
ক. অর্ধেক খ. একই
গ. দ্বিগুণ ঘ. চার গুণ
৫৪. তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি?
ক. গ্লুয়ন খ. ফোটন
গ. বোসন ঘ. গ্র্যাভিটন
৫৫. কাচ ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 2.5। এদের মধ্যে সংকট কোণ কত?
ক. 26.5 ডিগ্রি খ. 36.87 ডিগ্রি
গ. 47.75 ডিগ্রি ঘ. 51.60 ডিগ্রি
৫৬. পানির ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ—
ক. সান্দ্রতা খ. কৈশিকতা
গ. সংনম্যতা ঘ. পৃষ্টটান
৫৭. মানবদেহে ক্যানসার কোষকে ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক. আলফা খ. গামা
গ. বিটা ঘ. সিগমা
৫৮. সূর্যের শক্তির উৎস কী?
ক. ফিউশন খ. ফিশন
গ. তেজস্ক্রিয়তা ঘ. বিকিরণ
৫৯. কোনটি মৌলিক গেট?
ক. NOR খ. NOT
গ. NAND এবং NOR ঘ. AND এবং OR
৬০. ইয়ং-এর দ্বিচিড় পরীক্ষায় চিড় ও পর্দার ব্যবধান বাড়লে ডোরার ব্যবধান ও প্রস্থ—
ক. কমে খ. একই থাকে
গ. বাড়ে ঘ. দ্বিগুণ হয়
রসায়ন-২০
৬১. কোনটি হেটারোসাইক্লিক যৌগ?
ক. ন্যাপথলিন খ. পিরিডিন
গ. বেনজিন ঘ. মিথেন
৬২. পটাশিয়াম মৌলটি কোন গ্রুপে অন্তর্ভুক্ত?
ক. নিষ্ক্রিয় গ্যাস খ. হ্যালোজেন
গ. ক্ষার ধাতু ঘ. মৃৎক্ষার ধাতু
৬৩. কোন সেলটি পরিবেশবান্ধব?
ক. ফয়েল সেল খ. ক্যাডমিয়াম ব্যাটারি
গ. লেড স্টোরেজ ব্যাটারি ঘ. লিথিয়াম-আয়ন ব্যাটারি
৬৪. আদর্শ পানির DO-এর পরিসীমা কত?
ক. ০-3 mgL-1 খ. 4-8 mgl-1
গ. 9-12 mgL-1 ঘ. 13-16 mgL-1
৬৫. কোন আয়নটির আকার সবচেয়ে ছোট?
ক. F- খ. O2-
গ. O3- ঘ. Na+L
৬৬. কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
ক. F খ. Cl
গ. Nr ঘ. l
৬৭. বরফের মধ্যে কোন কোন বন্ধন থাকে?
ক. আয়নিক ও সমযোজী খ. আয়নিক ও ভ্যানডারওয়ালস
গ. সমযোজী ও হাইড্রোজেন বন্ধন ঘ. হাইড্রোজেন ও সন্নিবেশ
৬৮. ETP কোন সম্পর্কিত?
ক. বায়ুদূষণ প্রক্রিয়া খ. পরিবেশদূষণমুক্ত করা
গ. পানিদূষণ অপসারণ ঘ. শিল্পের বর্জ্য ট্রিটমেন্ট-সম্পর্কিত
৬৯. বৈশ্বিক উষ্ণতার জন্য নিচের কোনটি দায়ী নয়?
ক. CO2 খ. O2
গ. CFC ঘ. N2O
৭০. ক্লোরোফর্ম তৈরিতে অন্যতম কাঁচামাল কোনটি?
ক. ক্লোরিন খ. ব্লিচিং পাউডার
গ. ক্যালসিয়াম কার্বনেট ঘ. সোডিয়াম হাইড্রোর্কাইড
৭১. 5% NaOH-এর 100ml দ্রবণে NaOH-এর পরিমাণ কত?
ক. 5g খ. 25g
গ. 40g ঘ. 50g
৭২. pH এর মান 9-10 হলে ফেনফথ্যালিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে?
ক. হলুদ খ. বেগুনি
গ. নীল ঘ. সবুজ
৭৩. তিনটি তরলের স্ফুটনাঙ্ক যথাক্রমে 38 ডিগ্রি C, 64 ডিগ্রি C ও 92 ডিগ্রি C। এদের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা সহজ?
ক. বাষ্পীভবন খ. আংশিক পাতন
গ. কেলাসন ঘ. ঊর্ধ্বপাতন
৭৪. ‘অ্যাজিওট্রপিক’ মিশ্রণ কী?
ক. সমসত্ব মিশ্রণ খ. ইমালশন
গ. একই ঘনত্বের তরলে মিশ্রণ
ঘ. দুটি ভিন্ন তরলের মিশ্রণ, যা একটি স্থির তাপমাত্রায় ফুটে
৭৫. জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
ক. এক্স-রে খ. আলোকরশ্মি
গ. অবলোহিত রশ্মি ঘ. অতিবেগুনি রশ্মি
৭৬. ‘ভারী পানি’র সংকেত কোনটি?
ক. H2O খ. D2O
গ. H3O ঘ. H2O2
৭৭. 20% NaOH দ্রবণের মোলারিটি কত?
ক. 4.0 খ. 4.5
গ. 5.0 ঘ. 5.5
৭৮. অতিরিক্ত খাদ্য থেকে সঞ্চিত সুগার হলো—
ক. গ্লুকোজ খ. ফ্রুক্টোজ
গ. গ্লাইকোজেন ঘ. সুক্রোজ
৭৯. CNG স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
ক.79% খ.88%
গ.90% ঘ.96%
৮০. টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি?
ক. প্রোপিল খ. প্রোপানোন
গ. প্রোপানোল ঘ. প্রোপানয়িক অ্যাসিড
গণিত-২০
৮১. যদি A একটি 3X3 ক্রমের ম্যাট্রিক্স l একই ক্রমের অভেদ ম্যাটিক্স হয়, তবে Al3 এর মান কত?
ক. A খ. -A
গ. 3A ঘ. 3Al
৮২. দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে?
ক. 0 ডিগ্রি খ. 45 ডিগ্রি
গ. 90 ডিগ্রি ঘ. 180 ডিগ্রি
৮৩. x= asinθ, y= acosθ এটি কিসের সমীকরণ?
ক. একটি বৃত্ত খ. একটি সরলরেখা
গ. একটি পরাবৃত্ত ঘ. একটি উপবৃত্ত
৮৪. r = 8cosθ + 6sinθ কণিক দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত একক?
ক. 3 খ. 4
গ. 6 ঘ. 8
৮৫. একটি ভুজক্ষেত্রের 15টি শীর্ষ বিন্দু দ্বারা গঠিত বর্ণের সংখ্যা কত?
ক. 80 খ. 85
গ. 90 ঘ. 105
৮৬. f(x) = -(x-5)4 ফাংশনের গুরুমান কত?
ক. ০ খ. -1
গ. -5 ঘ. 5
৮৭. (1,2) ব্যবধির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক. 1 খ. 2
গ. 1.99 ঘ. কোনোটিই নয়
৮৮. কোনটি মৌলিক সংখ্যা?
ক. 1 খ. 101
গ. 1111 ঘ. 11111
৮৯. x
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১
বন্দরে ফেরি করে মাদক বিক্রি করার সময় ২৫০ গ্রাম গাঁজাসহ রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব ঢাকা জেলার বংশাল থানার ১৪৭ নং আগা সাদেক রোড এলাকার আল ইসলাম মিয়ার ছেলে।
বর্তমানে সে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার সবুর মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। গাঁজা উদ্ধারের ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৫(৪)২৫।
ধৃত মাদক কারবারিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) রাতে বন্দর থানার কয়লা ঘাটস্থ জনৈক সিরাজ উদ্দিনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজিব দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ কয়লাঘাট, বেঁধেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।