ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন ব্যর্থ করতে একটি অসাধু চক্র দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলন বয়কটের অনুরোধ করেছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। এই চক্রান্তের নেপথ্যে দেশের একজন পরিচিত স্টার্টআপ (নতুন ব্যবসা উদ্যোগ) মালিকের সংশ্লিষ্টতার ইঙ্গিত করেছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ কথা লিখেছেন।

ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও সেটি রাইডশেয়ারিং কোম্পানি পাঠাও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করেছেন ফাহিম আহমেদ নিজেই। আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এ দাবি করেন।

ফাহিম আহমেদ লিখেছেন, ‘প্রিয় ফাইজ আহমেদ তৈয়্যব, আমার নাম ফাহিম আহমেদ এবং আমি পাঠাওয়ের সিইও। যদিও আপনি আমাকে “একটি সুপরিচিত বাংলাদেশি স্টার্টআপের টক্সিক মালিক” বলে সম্বোধন করতে পছন্দ করেন এবং যে বাংলাদেশ ২.

০-এর জন্য আমি অবদান রেখেছিলাম, সেখানে আমার ভাবনার স্বাধীনতাচর্চার জন্য আমাকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন। যদিও আপনি সরাসরি আমার নাম উল্লেখ না করেই আমাকে অপমান এবং হুমকি দিয়েছেন, তবুও আমার কোনো আপত্তি নেই খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে আমার মতামত আপনাদের জানাতে।’

ফাহিম আহমেদের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, স্বজনপ্রীতিতে যুক্ত থাকা স্টার্টআপ বাংলাদেশের লিমিটেডের (এসবিএল) ব্যবস্থাপনা পরিচালক স্বপদে বহাল থাকায় তিনি বিনিয়োগ সম্মেলন নিয়ে ৪ জন বিনিয়োগকারীর কাছে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘আমার এবং জুলাই মাসের ভুক্তভোগীদের কাছে এটা অত্যন্ত আপত্তিকর যে আওয়ামী লীগের একজন সমর্থক এখনো পদে আছেন। অথচ ৭ মাসের বেশি সময় আগে আপনাকে (ফয়েজ আহমদ তৈয়্যব) আইসিটি বিভাগের নীতি উপদেষ্টা এবং পরবর্তী সময়ে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করার পর তাঁকেই প্রথম পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল।’

ফেসবুক পোস্টে ফাহিম আহমেদ ওই কর্মকর্তার নাম উল্লেখ করেছেন সামি আহমেদ। তিনি বর্তমানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) ব্যবস্থাপনা পরিচালক। ফাহিম আহমেদ আরও লিখেছেন, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিজের স্বার্থ হাসিলের জন্য অনুগ্রহ লাভের তাঁর অতীত ইতিহাসের কারণে তিনি স্পষ্টতই এই পদের জন্য অযোগ্য। ফাহিম উল্লেখ করেন, ‘আমি ৪ জন বিনিয়োগকারীর কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি, যাঁদের মধ্যে ২ জন আমার নিজের কোম্পানির দীর্ঘদিনের বিনিয়োগকারী। এই বিনিয়োগকারীদের আমার কোম্পানির সাথে তাঁদের ইতিবাচক অভিজ্ঞতার জন্য বাংলাদেশে বিনিয়োগ করার সম্ভাবনা বেশি।’

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই, গতকাল রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের স্বাগত জানাতে গেলে সেখানে একজন উদ্যোক্তা সরাসরি আমার কাছে এসে এ ব্যাপারে অভিযোগ করেছেন। সেখানে আরও দুজন বলেছেন, তাদেরকেও বয়কটের অনুরোধ করা হয়েছে। আজকে যখন অত্যন্ত সফল এবং আশাজাগানিয়া একটা প্রোগ্রাম হয়েছে, ঠিক তখনই শুরু হয়েছে স্টার্টআপ বাংলাদেশের ইতিমধ্যেই নোটিশ দেয়া কর্মকর্তাকে নিয়ে হইচই। প্রোগ্রামটি সাফল্য নিয়ে যারা দুকলম লিখতে পারল না, এ কাজটা তারাই করছে।’

দেশের পরিচিত এক স্টার্টআপমালিক কাজটির সঙ্গে জড়িত উল্লেখ করে ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, ‘আমরা এদেরকে সাবধান করছি, প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এর বাইরে দুঃখজনকভাবে আজকে (সোমবার) বাংলাদেশের দু–একটি জায়গায় শপিং মল, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সবাইকে আহ্বান জানাই, আইন নিজের হাতে তুলে না নিতে।’

তাঁর ফেসবুক পোস্টের এই অংশের জন্যও ক্ষোভ প্রকাশ করেছেন ফাহিম আহমেদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ধরা যাক, আপনি ঠিক এবং আমার অ্যাপ্রোচে আমি ভুল। আমার একমত না হওয়ার ব্যাপারে একমত হতে পারি। কিন্তু আমরা একমত না হওয়ায়, একজন প্রতিমন্ত্রী হয়ে আপনি আমাকে আইনের হাতে তুলে দেবেন? এই অসহিষ্ণুতা এবং মতপ্রকাশের স্বাধীনতা ও বিরুদ্ধ মতের ওপর আক্রমণ কি আমরা সবাই প্রতিরোধ করিনি?’

ফাহিম লিখেছেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো আপনি আমাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরকারী অপরাধীদের সাথে ট্যাগ করছেন এবং স্বাধীনভাবে আমার মত প্রকাশের জন্য আমাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের হুমকি দিচ্ছেন।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক প স ট ফ হ ম আহম দ ব শ ষ সহক র স ট র টআপ ম উল ল খ উপদ ষ ট র জন য কর ছ ন ব যবস

এছাড়াও পড়ুন:

আত্মপ্রকাশ করল নতুন দল গণতান্ত্রিক নাগরিক শক্তি

আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক নাগরিক শক্তি নামে নতুন একটি রাজনৈতিক দল। দলটির স্লোগান ‘এ লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন এর চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী।

অনুষ্ঠানে আব্দুল মালেক ফরাজী বলেন, ‘আমি দেশের প্রতি ভালোবাসা ও সচেতন নাগরিক হিসেবে, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে মনে করছি, ড. ইউনূস সাহেবের মতো আরও কিছু ব্যক্তিত্ব দেশ পরিচালনার জন্য প্রয়োজন। তবে আমি সেই বিতর্কে যাচ্ছি না, কতদিন প্রয়োজন, পাঁচ বছর না পাঁচ মাস। আমি শুধু বলতে চাচ্ছি, যোগ্যদের নেতৃত্বে এই দেশ প্রতিষ্ঠিত হতে পারে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর গর্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মানুষ এখন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই গণঅভ্যুত্থানে। সেখানে যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আমরা পারতাম একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে। একটি বিপ্লবী সরকার প্রজ্ঞাপন জারি ও সংবিধান বাতিল করে নতুন যুগের সূচনা করতে পারত। কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ আমাদের দুর্ভাগ্য যে সম্মিলিত শক্তির অভাব ছিল।’

অনুষ্ঠানে গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান দলের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, চলমান পক্ষপাতিত্বের রাষ্ট্র ব্যবস্থার আমূল বদলে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি ও মহান নেতৃত্ব সৃষ্টি করে আমাদের জাতি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধিশালী, শক্তিমান ও প্রগতিশীল হয়ে উঠবে। আমরা নানা ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহুস্তরবিশিষ্ট বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব।

দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান, অধ্যাপক দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান, গণতান্ত্রিক নাগরিক শক্তির সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • গাজার জন্য সমব্যথী নারী
  • তৃণমূলের একজন কর্মীকেও হারাতে দেয়া যাবে না : রিয়াদ চৌধুরী
  • শেখ হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
  • সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ
  • কক্সবাজারের মেয়েটি
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
  • আত্মপ্রকাশ করল নতুন দল গণতান্ত্রিক নাগরিক শক্তি
  • আপনারা ইসরাইলি যত পণ্য আছে তা বয়কট করবেন : সজল
  • ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের
  • সস্তার ঢাকা লিগেও বকেয়া