মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় চারটি মামলা রয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই জেলা শহরে খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খানের ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে আজাদ হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর আজাদ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

এ ছাড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম মহীউদ্দীন আত্মগোপনে চলে যান।

আসামিপক্ষের আইনজীবী অসীম কুমার বিশ্বাস বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন। এর মধ্যে দুটি মামলায় আজ মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হয়। এ ছাড়া অপর দুটি মামলায় আগামী ১০ এপ্রিল এবং ১৪ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ রয়েছে।

সরকারি কৌঁসুলি এ এফ এম নুরতাজ আলম বাহার বলেন, আসামির নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিচারক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র আওয় ম

এছাড়াও পড়ুন:

বর্ষবরণের শোভাযাত্রার প্রস্তুতি

ছবি: সৌরভ দাশ

সম্পর্কিত নিবন্ধ