পাহাড়ের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু ও বিহু (বৈসাবি) শুরু হবে ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজুর মধ্যে দিয়ে। এ  উৎসবকে ঘিরে ইতোমধ্যে পাহাড়ের গ্রামে-পাড়ায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। উৎসব আমেজে মেতে উঠেছে সবাই। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বৈসাবি উৎসবকে কেন্দ্র করে র‍্যালি করেছে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উৎযাপন কমিটি। র‍্যালিটি শহরের মহাজন পাড়া চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে নিউজিল্যান্ড বৈসাবি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আহবায়ক রবি শংকর তালুকদার। 

বৈসাবি র‍্যালিতে বর্ণিল সাজে শতশত পাহাড়ি নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

বাংলা বছরের শেষ দুই দিন ও নবর্বষের প্রথম দিন চাকমারা বিজু পালন করে থাকেন।  প্রথম দিন ফুল বিজু, পরের দিন মূল বিজু অর্থাৎ অতিথি আপ্যায়নের দিন ও বাংলা নববর্ষের প্রথম দিনকে গুজ্জ্যপুজ্জ্য দিন বলা হয়। 

এই উৎসবকে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠি আলাদা আলাদা নামে অভিহিত করে। চাকমারা বলেন বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈসু ও তনচংগ্যাদের বিহু এই আদ্যক্ষর নিয়ে বৈসাবি। পাহাড়ের এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ির গ্রামে, পাড়ায় পাড়ায় চলছে ঘিলা খেলা, নাদেং খেলা, বাঁশ খরম দৌড়, রশি টানাটাানি, ফুটবল, মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও  ত্রিপুরাদের গরয়া নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়াও  প্রবীণ ব্যাক্তিদের গোসল করিয়ে পা ছুঁয়ে প্রণাম করে আর্শীবাদ নেয় তরুণ প্রজন্ম,  শিশু কিশোর-কিশোরীরা। 

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবটি পাহড়ে যুগ যুগ ধরে চলে আসছে। এই দিনটি এলে পাহাড়ের লোকজন আনন্দে মেতে উঠেন। তাই ঐতিহ্য রক্ষায় এই আনন্দ আয়োজন।

খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা জানান, খাগড়াছড়ির এই ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয়েছে চারদিন ব্যাপী মেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন জাতি গোষ্ঠির নাচ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, বেইন বুনন (কোমর তাত) প্রতিযোগীতা, ত্রিপুরাদের গরায়া নৃত্য, মারমাদের পানি খেলা, পাজন রান্নাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পাহাড়ি খাবার।

ঢাকা/রূপায়ন/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু ফুল উৎসব

কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার বরইছড়িতে কর্ণফুলী কলেজ সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। 

এতে কাপ্তাইয়ের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শতাধিক তরুণ-তরুণী নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন।

এ উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির নেতৃবৃন্দসহ পাহাড়ি-বাঙালী নির্বিশেষে শোভাযাত্রায় অংশ নেন। 

এদিকে আজ শনিবার থেকে কাপ্তাইয়ের রাইখালী, চিৎমরম, চন্দ্রঘোনা, ওয়াগ্গাসহ বিভিন্ন এলাকায় বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে বিজু, সাংগ্রাই উৎসব পালনের নানা প্রস্তুতি চলছে।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শাল-গজারি বনে রং ছড়িয়ে বিদায় নিচ্ছে বসন্ত
  • বিজুর প্রধান আকর্ষণ ‘পাজন’, কত ধরনের সবজি থাকে এতে
  • হারিয়ে যাওয়ার পথে খাতুনগঞ্জের হালখাতা
  • জাতীয় জীবনে কবিতার একটা বিশেষ ভূমিকা রয়েছে : রেজাউদ্দিন স্টালিন
  • রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব
  • শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসবে উঠে এল চা জনগোষ্ঠীর জীবনযাত্রা
  • রাবি শিক্ষার্থীদের বিজু উৎসব উদযাপন
  • কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিজু ফুল উৎসব
  • সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উৎসব শুরু
  • বৈসাবি উৎসব ঘিরে রঙিন পাহাড়