চীন যদি ৩৪ শতাংশের পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, সেক্ষেত্রে তাদের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে ট্রাম্প তার ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবসের' অংশ হিসেবে চীনা আমদানির ওপর ৩৪ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর রোববার পাল্টা শুল্ক বসায় বেইজিং।

ট্রাম্প সোমবার সোশাল মিডিয়ার এক পোস্টে ওই শুল্ক বাতিলে চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছেন। বেইজিং তা না করলে ৫০ শতাংশ নতুন শুল্ক বসবে। খবর বিবিসির

এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে ‘অর্থনৈতিক উৎপীড়নের’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস বলেছে, ‘বেইজিং তার বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যদি নিজের হুমকি অনুযায়ী আদেশ দেন, তাহলে মার্কিন কোম্পানিগুলোকে চীনা পণ্য আমদানিতে ১০৪ শতাংশ শুল্ক গুনতে হতে পারে। কারণ মার্চেই ২০ শতাংশ এবং গত সপ্তাহে ৩৪ শতাংশ- মোট ৫৪ শতাংশ শুল্ক ইতোমধ্যে রয়েছে। নতুন করে ৫০ শতাংশ বসলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি ও বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে আরও বলেন, ‘আমাদের সঙ্গে শুল্ক নিয়ে চীনের অনুরোধে চলা সব আলোচনা বন্ধ করা হবে!’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ 

ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। 

এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু,  ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ