কোন ওষুধে কাজ হচ্ছে কোহলির বেঙ্গালুরুর
Published: 8th, April 2025 GMT
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—নামটা শুনলে কী মাথায় আসে? বিরাট কোহলিরা রান করছেন। ব্যাট হাতে মাইলফলক ছুঁয়ে ফেলছেন। কিন্তু বিপরীত চিত্র বোলারদের। তাঁরা মাথা তুলতে পারছেন না। ব্যাটিং–বোলিংয়ে কাঙ্ক্ষিত ভারসাম্যটাই নেই। এই তো!
ভিন্ন কিছু মাথায় আসা কঠিন। কারণ, ১৭ বছর ধরে যে অনেকটাই একই ছকেই দেখা গেছে বেঙ্গালুরুকে। এবার সেই ধরাবাঁধা ছকটাই ভাঙছে বেঙ্গালুরু। এরই মধ্যে অ্যাওয়ে ম্যাচে জিতেছে চেন্নাই, মুম্বাই ও কলকাতার বিপক্ষে। আইপিএল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে এই তিনটি দলকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বেঙ্গালুরু।
হ্যাঁ, সব মিলিয়ে ম্যাচ হয়েছে মাত্র ৪টি। প্রথম পর্বেই ম্যাচ বাকি ১০টি। বলতে পারেন, এরই মধ্যে সিদ্ধান্তে আসা কঠিনই! তবে শুরুর ঝলকে বেঙ্গালুরু বুঝিয়ে দিয়েছে ‘প্রথাগত পারফরম্যান্স’ আর নয়। ১৮ বারের চেষ্টাতে দল হিসেবে খেলেই প্রথমবার শিরোপা জিততে চায় বিরাট কোহলির বেঙ্গালুরু। এবার আলাদা কী এমন করছে বেঙ্গালুরু, সেটা দেখে নেওয়া যাক—
ভারতীয় ক্রিকেটারদের ইমপ্যাক্ট ফুল পারফরম্যান্সদেবদূত পাড়িক্কাল ও জিতেশ শর্মার কথাই ধরুন। পাড়িক্কাল এবারের আইপিএলে ৪৯টি বল খেলেছেন। বাউন্ডারি মেরেছেন ১১টিতে। রান করেছেন ১৫৯ স্ট্রাইক রেটে। এই দলে তাঁর কাজ বড় ইনিংস খেলা নয়। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ৩ নম্বরে নেমে রানের গতিটা বাড়ানোই এই বাঁহাতির কাজ। সেটা তিনি করছেনও। উইকেটকিপার–ব্যাটসম্যান জিতেশের স্ট্রাইক রেট তো ১৮৪। নিজের ভূমিকাটা ভালোভাবেই পালন করছেন এই ব্যাটসম্যান। কাল মুম্বাইয়ের বিপক্ষেও খেলেছেন ১৯ বলে ৪০ রানের ইনিংস।
নিজের কাজটা করছেন পাড়িক্কাল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: করছ ন
এছাড়াও পড়ুন:
ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন
০, ১, ০, ৪, ১৬, ০, ০, ৩০, ১, ৩...
আইপিএলে সর্বশেষ ১০ ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এমন। সর্বশেষ ফিফটি করেছেন আরও ৫ ইনিংস আগে। এই ১৫ ইনিংসের মধ্যে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩০।
কী বুঝলেন! হ্যাঁ, নামটা ম্যাক্সওয়েল বলেই এরপরও আইপিএলে খেলছেন। সেটিও প্রায় প্রতি ম্যাচে। দলগুলোও কোটি কোটি রুপি খরচ করছে। তবে পারফরম্যান্সের দিকে চোখ দিলে বলতে হচ্ছে, দলগুলোর কোটি কোটি রুপি উসুল হচ্ছে না!
এবার ম্যাক্সওয়েল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৪। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ম্যাক্সওয়েলকে কিনে কিছুটা লাভ এই পাঞ্জাবই করতে পেরেছিল। সেটি অবশ্য ১১ বছর আগের কথা।
৫৫২ রান২০১৪ সালের আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৮৭ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এই পাঞ্জাবকে প্রথমবার তুলেছিলেন ফাইনালে।
সেবার ম্যাক্সওয়েলকে ৬ কোটি রুপিতে কিনেছিল তাঁরা। এমন একটি মৌসুম কাটিয়ে পরের দুই মৌসুমের একটিতেও পাঞ্জাবের হয়ে ২০০ রানও করতে পারেননি তিনি। ২০১৭ সালে করেছিলেন মাত্র ৩১০ রান। হতাশ হয়ে তাঁকে ছেড়ে দেয় দলটি।
এরপর ম্যাক্সওয়েলকে দলে পেতে ৯ কোটি রুপি খরচ করে দিল্লি। ৯ কোটি খরচ করে ম্যাক্সওয়েলের কাছে দলটি পায় মাত্র ১৬৯ রান। এই দিল্লির হয়েই ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে কিনেছিল ৬ কোটি রুপিতে।
ব্যর্থ হলেও প্রতি ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েল