স্ট্রিং তত্ত্বের প্রমাণ মিলেছে কি
Published: 8th, April 2025 GMT
পদার্থবিজ্ঞানের দুনিয়ায় আলোচিত এক মডেলের নাম স্ট্রিং তত্ত্ব। স্ট্রিং তত্ত্বের ধারণা প্রথম ১৯৬০ ও ১৯৭০–এর দশকে প্রকাশ করা হয়। এত দিন পর এবার স্ট্রিং তত্ত্বকে সমর্থন করা পর্যবেক্ষণমূলক প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। স্ট্রিং তত্ত্বকে সমর্থন করা একটি নতুন স্থান-কালের মডেলও তৈরি করেছেন তাঁরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, স্ট্রিং তত্ত্বকে সমর্থন করা এই তত্ত্ব পদার্থবিজ্ঞানের এমন একটি অনুমানমূলক কাঠামো, যেখানে কোয়ান্টাম মেকানিকস ও সাধারণ আপেক্ষিকতাকে যুক্ত করে। তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ক্ষুদ্রতম স্কেলে স্থান-কাল গভীরভাবে কোয়ান্টাম উপায়ে আচরণ করতে পারে বলে জানা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে ডার্ক এনার্জি দুর্বল হয়ে যেতে পারে। যদি তাদের অনুমান সঠিক প্রমাণিত হয়, তবে কসমোলজির ক্ষেত্রে সম্পূর্ণ নতুন কোনো মডেলের প্রয়োজন হতে পারে।
এই কোয়ান্টাম স্থান-কালের পরিণতি দীর্ঘদিন ধরে স্ট্রিং তত্ত্বের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এই তত্ত্বকে ডার্ক এনার্জির সঙ্গে যুক্ত করা হয়। গবেষণায় দেখা যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এ সম্প্রসারণ হ্রাসের হার ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট নামের যন্ত্র থেকে প্রাপ্ত সর্বশেষ পর্যবেক্ষণের সঙ্গে সংগতিপূর্ণ। এ বিষয়ে বিজ্ঞানী মাইকেল কাভিক বলেন, ‘আমাদের কাজের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে সংগৃহীত ফলাফল স্ট্রিং তত্ত্বকে সমর্থন করছে। প্রথমবারের মতো কোনো পর্যবেক্ষণমূলক এমন প্রমাণে স্ট্রিং তত্ত্ব ও কোয়ান্টাম গ্র্যাভিটির মধ্যে সম্পর্ক পর্যবেক্ষণ করা যাচ্ছে। নতুন তথ্য কোয়ান্টাম গ্র্যাভিটি ও প্রকৃতির গতিশীল বৈশিষ্ট্যের মধ্যে একটি গভীর সংযোগের ইঙ্গিত দেয়, যা ধ্রুবক বলে মনে করা হতো। আমাদের ধারণা, আমাদের মহাবিশ্বের মৌলিক সংজ্ঞা প্রদানকারী বৈশিষ্ট্য স্থির, আসলে বাস্তবে তা স্থির নয়।’
স্ট্রিং তত্ত্ব অনুসারে, ইলেকট্রন বা কোয়ার্কের মতো কণা, যা শূন্যমাত্রিক বিন্দু, আসলে ক্ষুদ্র, কম্পনশীল স্ট্রিং। যদিও গাণিতিকভাবে স্ট্রিং তত্ত্বের কার্যকারিতার জন্য সময়সহ চারটি স্থান-কালের মাত্রার চেয়ে বেশি মাত্রার প্রয়োজন হয়। এই তত্ত্ব অনুসারে ১০ বা ১১টি মাত্রার কথা বলা হয়। অন্যদিকে ডার্ক এনার্জি অদৃশ্য ও বস্তু বা আলোর সঙ্গে মিথস্ক্রিয়া করে না। আর এমন শক্তি না–ও থাকতে পারে। দীর্ঘকাল ধরে বিজ্ঞানীরা ইনফ্লেশনারি বা স্ফীতিমূলক মহাবিশ্ব তত্ত্বে বিশ্বাস করেছেন। এ ধারণা অনুসারে, প্রায় ১ হাজার ৪০০ কোটি বছর আগে, বিগ ব্যাং বিস্ফোরণের শুরুতে ডার্ক এনার্জি নামের পরিচিত রহস্যময় শক্তি মহাবিশ্বের সম্প্রসারণকে ত্বরান্বিত করতে শুরু করে।
সূত্র: এনডিটিভি
https://www.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: তত ত ব র
এছাড়াও পড়ুন:
কষ্টার্জিত জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা
লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।
লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স।
এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।
ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘এটা আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু জয়টা দারুণ গুরুত্বপূর্ণ। গত কিছু সপ্তাহে খেলোয়াড়রা যেভাবে খেলছে, তাতে আমি গর্বিত। আমাদের আরও উন্নতি করতে হবে, কিন্তু তিন পয়েন্টই সবচেয়ে বড় ব্যাপার।’
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। প্রথম লেগে ৪-০ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল। অন্যদিকে, অবনমনের শঙ্কায় থাকা লেগানেস ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।