পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিএসএলে খেলতে রওনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা নিজেরাই।

এবারের পিএসএলে পুরো মৌসুম খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন লিটন ও রিশাদ। করাচি কিংস ড্রাফট থেকে সিলভার ক্যাটাগরিতে লিটনকে দলে নেয়, অন্যদিকে রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। 

পিএসএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা-ও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকা নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের শুরুতে নিজ দলকে পাচ্ছেন না তিনি। সিরিজের প্রথম টেস্ট শেষেই পাকিস্তানে যাবেন এই ডানহাতি পেসার। এটি হতে যাচ্ছে নাহিদের প্রথম কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ অভিজ্ঞতা।

এবারের পিএসএলের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। ৬ দলের অংশগ্রহণে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে—লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে, লাহোরে। এ বছরই পিএসএলের শেষ ৬-দলীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। আগামী মৌসুম থেকে দুটি দল যুক্ত হয়ে লিগটি ৮-দলীয় রূপ নেবে বলে জানিয়েছে আয়োজকরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স প এসএল প এসএল

এছাড়াও পড়ুন:

বাবরের পিএসএল শুরু শূন্যতে, আমিরের বলে কুপোকাত

গুড লেংথের বল। মোহাম্মদ আমিরের করা বলটি পিচে পড়েই কিছুটা থেমে আসছিল। ব্যাটসম্যান বাবর আজম বলটি পড়তে পারেননি। সামনের পায়ে ড্রাইভ খেলতে গিয়ে বল তুলে দেন শর্ট এক্সট্রা কাভারে থাকা ফিল্ডারের হাতে। তাতে পিএসএলে নিজের প্রথম ম্যাচে বাবর ফিরেছেন শূন্য হাতে।

বিস্তারিত...

সম্পর্কিত নিবন্ধ

  • ছক্কার ঝড় তুলে এক মাসে ৪ সেঞ্চুরি করা কে এই সাহিবজাদা
  • পিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন
  • ‘বাংলাদেশি ভাই’ রিশাদকে ‘গেম চেঞ্জার’ বললেন পাকিস্তানি মালিক
  • পিএসএলে সেঞ্চুরি করে হেয়ার ড্রায়ার পেলেন ইংলিশ ব্যাটার 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ, যা বললেন শাহিন আফ্রিদি 
  • পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ
  • পিএসএল অভিষেকে রিশাদের ৩ উইকেট, জিতেছে তাঁর দলও
  • পিএসএলে ছক্কা ও উইকেটে ফিলিস্তিনে লাখ রুপি দিচ্ছেন রিজওয়ানরা
  • প্রতি ছক্কায়, প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য ১ লাখ রুপি
  • বাবরের পিএসএল শুরু শূন্যতে, আমিরের বলে কুপোকাত