রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে মেরাদিয়া মধ্যপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, মামা মো. মোস্তফার হাতেই খুন হন সুমন।
নিহত সুমনের বড় ভাই আলমগীর হোসেন জানান, মেরাদিয়া মসজিদে গলিতে থাকেন তারা। একই গলিতে মোস্তফা পরিবার নিয়ে থাকেন। আজ সকাল ৬টার দিকে বাড়ির সামনে সুমনের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় মোস্তফার। একপর্যায়ে মোস্তফা ও তার পরিবারের লোকজন মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে যান। সেখানে তার মাথায় ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তাকে মসজিদের পাশে ফেলে রেখে যান তারা। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, আজ সকালে সুমন তার মামা মোস্তফার ঘরের জানলা ভেঙেছে এই অভিযোগে তাকে মারধর করা হয়। এর আগেও সুমনকে মারধর করেছিলেন মোস্তফা। নিহত সুমন কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে বিক্রি করতেন। দুই বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খিলগাঁও থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রাম ও মদনপাড়া গ্রামের এসব ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশুরা হলো, কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সের নুসরাত খানম।
ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালের চৌরখুলী গ্রামের জসিম শেখের স্ত্রী শিশু ছেলে ওমর ফারুককে উঠানে বসিয়ে তার মা জামা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে ওমর ফারুক না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করা হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ওমর ফারুককে পুকুরে পানিতে ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, প্রায় একই সময়ে বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটা দেখতে যায় নুসরাত খানম। পরে বাড়ি ফেরার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায়। পাশের বাড়ির এক শিশু নুসরাত পানিতে পড়ে গেছে বলে খবর দিলে স্বজনরা গিয়ে নুসরাতকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, “এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/বাদল/এস