এক দিন আগেই বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করেন কোচ পিটার বাটলার, যেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান এই ইংলিশ কোচ। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণ গ্রহণ করে আজ অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা-সানজিদারা। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিন পর দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হলো।

গতকাল জিম সেশনের পর আজ সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বেশির ভাগ ফুটবলার উপস্থিত ছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছিলেন, কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন ১৮ ফুটবলার। এমনকি তাঁরা অনুশীলনে ফিরতেও রাজি। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে সোমবার শুরু হওয়া অনুশীলনে ফেরেননি সেই ফুটবলারদের কেউ।

বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তাঁরা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুনের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে।

বাকি ১৩ জন শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার অনুশীলনে ফিরেছেন।

বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের সূচনা গত অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সময়। জানুয়ারির মাঝামাঝি এই ইংলিশ কোচের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর পরই আবার বিতর্ক শুরু হয়। নতুন করে দায়িত্ব নেওয়ার পর কোচ টিম মিটিং ডাকলেও তাতে হাজির হননি ক্যাম্পে থাকা ১৮ ফুটবলার।

গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনারা। তাঁরা জানান, বাটলারকে কোচ রাখলে অনুশীলনে যোগ দেবেন না। সবাই একযোগে অবসরের হুমকিও দিয়েছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

খুলনায় তল্লাশির নামে বাড়ি তছনছের অভিযোগ চিকিৎসক নেতার

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ