ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার একদল গবেষক। তারা ডিএনএ মেরামতের গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ‘আরএডি ৫২’-তে অপ্রত্যাশিত এক গঠন খুঁজে পেয়েছেন, যা ক্যান্সার কোষকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখে।

নেচার জার্নালে প্রকাশিত তাদের ওই গবেষণায় দেখা গেছে, নতুন এই গঠনের ভিত্তিতে আরএডি ৫২ প্রোটিনকে লক্ষ্য করে নতুন ধরনের ওষুধ তৈরি করা যেতে পারে।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব আইওয়ার কারভার কলেজ অব মেডিসিনে কর্মরত প্রফেসর মারিয়া স্পাইস জানান, আরএডি ৫২ ক্যান্সারের ওষুধ তৈরির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।

 কিছু গবেষণায় ইতোমধ্যে দেখা গেছে, একে বাধা দেওয়া অণুগুলো ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। সেই সঙ্গে কেমোথেরাপির মতো চিকিৎসার তুলনায় এসব ওষুধ কম পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে। সিএনএন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এনএ ট স ট

এছাড়াও পড়ুন:

ডিএনএ মেরামতকারী প্রোটিনের গঠন আবিষ্কার

ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার একদল গবেষক। তারা ডিএনএ মেরামতের গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ‘আরএডি ৫২’-তে অপ্রত্যাশিত এক গঠন খুঁজে পেয়েছেন, যা ক্যান্সার কোষকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখে।

নেচার জার্নালে প্রকাশিত তাদের ওই গবেষণায় দেখা গেছে, নতুন এই গঠনের ভিত্তিতে আরএডি ৫২ প্রোটিনকে লক্ষ্য করে নতুন ধরনের ওষুধ তৈরি করা যেতে পারে।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব আইওয়ার কারভার কলেজ অব মেডিসিনে কর্মরত প্রফেসর মারিয়া স্পাইস জানান, আরএডি ৫২ ক্যান্সারের ওষুধ তৈরির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।

 কিছু গবেষণায় ইতোমধ্যে দেখা গেছে, একে বাধা দেওয়া অণুগুলো ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। সেই সঙ্গে কেমোথেরাপির মতো চিকিৎসার তুলনায় এসব ওষুধ কম পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে। সিএনএন।

সম্পর্কিত নিবন্ধ