বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।

কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫স্নাতকোত্তরে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে

*মাসে মাসে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে

পিএইচডিতে সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

*মাসে মাসে মিলবে উপবৃত্তি

*আবাসন সুবিধা

*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে

*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ

*ল্যাপটপ সুবিধা

*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

দরকারি কাগজপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট

*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

*রেফারেন্স লেটার

*ক্ষেত্র–সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন

*তিনটি প্রবন্ধ থাকতে হবে

*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ

*পারিবারিক আয়ের প্রমাণপত্র

*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)

আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫আবেদনের পদ্ধতি—

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—

১৫ মে ২০২৫

আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.

৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব সরক র প এইচড ত রস ক র জন য

এছাড়াও পড়ুন:

ভারতের ওয়াক্‌ফ সংশোধনী বিল সাংবিধানিক সুরক্ষায় হস্তক্ষেপ: খেলাফত মজলিস

ভারতের ওয়াক্‌ফ সংশোধনী বিল ২০২৫–এর প্রতিবাদের পাশাপাশি বিলটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মনে করে, বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে ন্যক্কারজনক হস্তক্ষেপ।

আজ শনিবার দলের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ওয়াক্‌ফ সম্পত্তি কেবল জমি আর স্থাপনা নয়—এটি মুসলিম সমাজের ধর্মীয় বিশ্বাস, ইতিহাস এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভিত্তি। এই সম্পদ শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদ, মাদ্রাসা, খানকা ও গরিব-দুঃখীদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। এই বিলের উদ্দেশ্য ওয়াক্‌ফ আইনকে দুর্বল করে দেওয়া এবং ওয়াক্‌ফ সম্পত্তি বাজেয়াপ্ত ও দখল করার আইনি পথ তৈরি করা বলা বিবৃতিতে অভিযোগ করা হয়।

ভারত সরকারকে অবিলম্বে ওয়াক্‌ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুসলমানদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত আরোপ করা চলবে না।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে নির্যাতিত ভারতীয় মুসলমানদের পাশে দাঁড়াতে আহ্বান জানায়।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৮ এপ্রিল ২০২৫)
  • ঢাকায় ৪ দিনের বিনিয়োগ সম্মেলন শুরু
  • নিজেকে জানুন, নিজের ভেতরের শক্তিটুকু খুঁজুন
  • চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
  • এক্সিম ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
  • আজ টিভিতে যা দেখবেন (৭ এপ্রিল ২০২৫)
  • ইউনিভার্সিটি অব আলবার্টায় বৃত্তি
  • আজ টিভিতে যা দেখবেন (৬ এপ্রিল ২০২৫)
  • ভারতের ওয়াক্‌ফ সংশোধনী বিল সাংবিধানিক সুরক্ষায় হস্তক্ষেপ: খেলাফত মজলিস