চৈত্রের শেষের দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রার তেজ। এমন অবস্থায় দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড.

মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি জানায়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফ্রিতে চট্টগ্রাম টেস্ট দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা 

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চট্টগ্রাম টেস্ট দেখতে টিকিট কাটতে হবে না স্কুল শিক্ষার্থীদের। সেজন্য অবশ্য ছোট্ট দুই শর্ত পূরণ করতে হবে। স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরে আসতে হবে ও স্কুলের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক খরা কাটাতে এই ব্যবস্থা করেছে বিসিবি। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলেছে বাংলাদেশ। সেখানেও তেমন দর্শকের উপস্থিতি ছিল না।

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৭ রান করেছে। নিক ওয়েলচ ও শন উইলিয়ামসন ফিফটি করেছেন। বাংলাদেশের হয়ে স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৫ উইকেট।    

সম্পর্কিত নিবন্ধ