পিএসএলে কেমন ছিল সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের পারফরম্যান্স
Published: 8th, April 2025 GMT
১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে এবার খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করাচি কিংসে, লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে ও ফাস্ট বোলার নাহিদ রানা পেশোয়ার জালমিতে খেলবেন।
এই ত্রয়ীর আগে পিএসএলে খেলেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। সবচেয়ে বেশি চার মৌসুম খেলেছেন তামিম ইকবাল। সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন তিনটি আসরে। মাহমুদউল্লাহ দুই মৌসুম খেলেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও এনামুল হক একবার করে খেলেছেন পিএসএলে।
২০১৭ ও ২০১৮ সালে পরপর দুই বছর বাংলাদেশের সর্বোচ্চ চারজন খেলেছেন পাকিস্তানের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এরপর নানা কারণে বাংলাদেশের খেলোয়াড়েরা অনিয়মিত হয়ে পড়েন পিএসএলে। ২০১৯, ২০২১, ২০২২ ও ২০২৪—এই চার মৌসুমে বাংলাদেশের কেউ খেলেননি সেখানে।
লিটন-রিশাদ-রানারা এবার কী করতে পারবেন কে জানে। তাঁদের আগে বাংলাদেশের যাঁরা পিএসএলে খেলেছেন, তাঁরা কেমন করেছেন জানেন কী?
তামিম ইকবালম্যাচ ২০, রান ৬০৫, সর্বোচ্চ ৮০*, স্ট্রাইক রেট ১১৩.
০৮
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
এল ক্লাসিকো: আজ কেমন হবে ফ্লিকের কৌশল, কোথায় বার্সেলোনার দুর্বলতা
কদিন ধরে বার্সেলোনা সমর্থকদের স্মৃতিতে হয়তো বারবার ফিরে আসছে ১৩ জানুয়ারি ও গত বছরের ২৭ অক্টোবরের জাদুকরি দুটি রাত। চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্সকে ব্যাখ্যা করতে এর চেয়ে মহিমান্বিত রাত আর কি হতে পারে!
প্রথমে সান্তিয়াগো বার্নাব্যুতে এরপর জেদ্দায় মরুর বুকে ভক্তদের বার্সা উপহার দিয়েছে দীর্ঘদিন মনে রাখার মতো পারফরম্যান্স। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বার্সা দুটি ম্যাচে উড়িয়ে দিয়েছিল ৪-০ ও ৫-২ গোলে। আজ আবারও সেই রিয়ালের বিপক্ষে সেভিয়ায় নামার আগে সেই দুটি রাতের স্মৃতি ফিরে আসা খুবই স্বাভাবিক।
রিয়াল-বার্সার ম্যাচ এমনিতেই আগুনে। সবচেয়ে নীরস ম্যাচেও থাকে গল্প করার অনেক রসদ। আর ওই লড়াইয়ে কোনো দল যদি এমন দাপট দেখায়, তবে সে স্মৃতি হয়ে উঠে দারুণ প্রেরণাদায়কও।
তবে ফুটবলে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু নেই। আগের দুই ম্যাচ একটা দল জিতেছে বলে পরের ম্যাচও জিতবে, এমন নাও হতে পারে। ফলে মুখোমুখি লড়াইয়ে আগের ম্যাচ দুটি বার্সার জন্য স্রেফ অনুপ্রেরণাই, ভবিষ্যৎ সাফল্যের নিশ্চয়তা নয়। আর প্রতিপক্ষ যদি হয় ‘রিয়াল মাদ্রিদ’ তাহলে তো কখনোই নয়।
আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫এসব লড়াইয়ে ন্যূনতম ব্যবধানেই নির্ধারিত হতে পারে ফল। সামান্য ভুলে এলোমেলো হয়ে যেতে পারে সাজিয়ে–গুছিয়ে রাখা পরিকল্পনা। এসব কথা অবশ্য হান্সি ফ্লিক ও তাঁর শিষ্যদেরও অজানা নয়। ফলে ভক্তরা যতই ম্যাচের ক্লিপ শেয়ার করে যুদ্ধে মাতুন, এটা যে নতুন আরেকটা দিন এবং নতুন একটি ম্যাচ, সেটা জেনেই প্রস্তুত হচ্ছেন লামিনে ইয়ামাল-পেদ্রিরা।
রিয়ালই যখন বার্সেলোনার শেষ বাধাচলতি মৌসুমে এখন পর্যন্ত অসাধারণ ফুটবল খেলেছে বার্সেলোনা। মৌসুমের শেষ ভাগে এসে ‘ট্রেবল’ জয়ের দারুণ সম্ভাবনাও আছে বার্সার। কিন্তু রিয়াল নামের বাধাও আছে। রিয়ালকে হারিয়েই অবশ্য গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে উৎসবে মেতেছিল বার্সা। আজ আরেকটি ধাপ পেরোনোর ক্ষেত্রেও বাধা সেই রিয়ালই।
সর্বশেষ রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সা