পিএসএলে কেমন ছিল সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের পারফরম্যান্স
Published: 8th, April 2025 GMT
১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে এবার খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করাচি কিংসে, লেগ স্পিনার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে ও ফাস্ট বোলার নাহিদ রানা পেশোয়ার জালমিতে খেলবেন।
এই ত্রয়ীর আগে পিএসএলে খেলেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। সবচেয়ে বেশি চার মৌসুম খেলেছেন তামিম ইকবাল। সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান খেলেছেন তিনটি আসরে। মাহমুদউল্লাহ দুই মৌসুম খেলেছেন। এ ছাড়া মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও এনামুল হক একবার করে খেলেছেন পিএসএলে।
২০১৭ ও ২০১৮ সালে পরপর দুই বছর বাংলাদেশের সর্বোচ্চ চারজন খেলেছেন পাকিস্তানের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এরপর নানা কারণে বাংলাদেশের খেলোয়াড়েরা অনিয়মিত হয়ে পড়েন পিএসএলে। ২০১৯, ২০২১, ২০২২ ও ২০২৪—এই চার মৌসুমে বাংলাদেশের কেউ খেলেননি সেখানে।
লিটন-রিশাদ-রানারা এবার কী করতে পারবেন কে জানে। তাঁদের আগে বাংলাদেশের যাঁরা পিএসএলে খেলেছেন, তাঁরা কেমন করেছেন জানেন কী?
তামিম ইকবালম্যাচ ২০, রান ৬০৫, সর্বোচ্চ ৮০*, স্ট্রাইক রেট ১১৩.
০৮
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ফল
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সারছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ঘাম ঝরানো অনুশীলনের পর গতকাল তারা প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশিত ফল পেয়েছে।
স্কটল্যান্ড নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে দাপুটে পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে ৪১.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে জয় বরাবরই বাড়তি পাওয়া। ব্যাটিং-বোলিংয়ে নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারেন সেটাই বড় বিষয়। ব্যাট-বলের যে পারফরম্যান্স তাতে ভালো কিছু হয়েছে নিঃসন্দেহে বলা যায়।
আরো পড়ুন:
জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা, তরুণদের সামনে সুযোগ
লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের
বোলিংয়ে দলের সেরা ছিলেন রিতু মনি। ২২ রানে ২ উইকেট নেন তিনি। মারুফা আক্তার সমান রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন সোবহানা মোস্তারি। ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া, ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ ও ইসমা তানজিম ২৬ রান করেন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু, পারেনি। তাই খেলতে হচ্ছে বাছাই পর্ব।
পাকিস্তানে ছয় দল নিয়ে বাছাই শুরু হবে আগামী বুধবার। ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আট দলের বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে লাহোরে।
ঢাকা/ইয়াসিন