তরুণদের সম্ভাবনায় ভর করে নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: ঢাবি উপাচার্য
Published: 8th, April 2025 GMT
‘সব কাজ সফল হবে না, তারপরও আমরা ভালো কাজে সবাই একসঙ্গে থাকবো। সমাজের উন্নয়ন ও তরুণদের কল্যাণে কাজ করতে গেলে নানা চ্যালেঞ্জ আসবেই, তবে সাহস, নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে এগিয়ে গেলে ভালো কাজ সফল হবেই। তরুণদের মাঝে যেই অদম্য সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগালে বাংলাদেশ একদিন নেতৃত্বের দিক থেকে বিশ্বের বুকে অনন্য অবস্থানে পৌঁছাবে।’ তরুণদের নেতৃত্বে উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
অনুষ্ঠান আয়োজন করে ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন (সিডিএফ) ঢাকা। সহযোগিতায় ছিল হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেড, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ এবং ইয়ুথ লিডারশিপ ফোরাম-লোহাগাড়া। আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, চট্টগ্রামের সহকারী পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সামিটে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, ‘সম্ভাবনাময় যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশের জন্য শক্তিশালী নেতৃত্ব তৈরিই আমাদের লক্ষ্য। ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট তারই একটি ধারাবাহিক প্রয়াস।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার মেরিনার ও হায়াত হোল্ডিংসের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শওকত হোসেন চৌধুরী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দীন, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চের মেডিকেল ডিরেক্টর, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জসিম উদ্দাীন সরকার, এফডিইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন, বিএমটিএ’র ভাইস প্রেসিডেন্ট লিটন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম সোহাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান শোয়াইব ও চবি’র লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এম. আলম সাদী প্রমুখ।
সামিটে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনে আলোচনা, মতবিনিময় ও নেতৃত্ব বিকাশের বাস্তব কর্মপরিকল্পনা নিয়ে চলেছে প্রাণবন্ত সেশন। আয়োজক সংস্থা জানায়, ২০১০ সাল থেকে তারা দেশের তরুণ সমাজের ক্যারিয়ার গঠন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সামিট সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ, যেখানে তরুণদের উৎসাহিত করতে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঢ ব উপ চ র য র সহক র
এছাড়াও পড়ুন:
ঈশ্বরদীর দাদাপুরে জমির বিরোধে সংঘর্ষে দু’পক্ষে ১০ জন হাসপাতালে
পাবনার ঈশ্বরদীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে বিবাদমান দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনায় থানায় মামলা নথিভূক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হন দাদাপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল, সজিব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মণ্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মণ্ডলের ছেলে শাহিন মণ্ডলসহ অন্তত ১০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার সেলিম মন্ডল ও তার পরিবারের লোকজনদের সঙ্গে আলম মাঝি ও তার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল।এ নিয়ে আদালতে একটি মামলায় কয়েকদিন আগে সেলিম মণ্ডলের পক্ষে রায় হয়। গতকাল রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সেলিম মণ্ডল প্রতিপক্ষদের বিষয়টি অবগত করে ওই জমি চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মনিরা, স্বর্ণা ও রায়হানসহ মোট চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আজ সোমবার আহতদের মধ্যে সেলিম মণ্ডল বাদী হয়ে ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।