তরুণদের সম্ভাবনায় ভর করে নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: ঢাবি উপাচার্য
Published: 8th, April 2025 GMT
‘সব কাজ সফল হবে না, তারপরও আমরা ভালো কাজে সবাই একসঙ্গে থাকবো। সমাজের উন্নয়ন ও তরুণদের কল্যাণে কাজ করতে গেলে নানা চ্যালেঞ্জ আসবেই, তবে সাহস, নিষ্ঠা ও সহমর্মিতার সঙ্গে এগিয়ে গেলে ভালো কাজ সফল হবেই। তরুণদের মাঝে যেই অদম্য সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগালে বাংলাদেশ একদিন নেতৃত্বের দিক থেকে বিশ্বের বুকে অনন্য অবস্থানে পৌঁছাবে।’ তরুণদের নেতৃত্বে উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
অনুষ্ঠান আয়োজন করে ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশন (সিডিএফ) ঢাকা। সহযোগিতায় ছিল হায়াত হোল্ডিংস (প্রা.) লিমিটেড, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ এবং ইয়ুথ লিডারশিপ ফোরাম-লোহাগাড়া। আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, চট্টগ্রামের সহকারী পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সামিটে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ডিজাইনিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, ‘সম্ভাবনাময় যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে দেশের জন্য শক্তিশালী নেতৃত্ব তৈরিই আমাদের লক্ষ্য। ঈদ পুনর্মিলনী ও ইয়ুথ লিডারশিপ সামিট তারই একটি ধারাবাহিক প্রয়াস।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার মেরিনার ও হায়াত হোল্ডিংসের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. শওকত হোসেন চৌধুরী, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোমিনুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দীন, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চের মেডিকেল ডিরেক্টর, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জসিম উদ্দাীন সরকার, এফডিইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন, বিএমটিএ’র ভাইস প্রেসিডেন্ট লিটন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম সোহাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান শোয়াইব ও চবি’র লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এম. আলম সাদী প্রমুখ।
সামিটে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনে আলোচনা, মতবিনিময় ও নেতৃত্ব বিকাশের বাস্তব কর্মপরিকল্পনা নিয়ে চলেছে প্রাণবন্ত সেশন। আয়োজক সংস্থা জানায়, ২০১০ সাল থেকে তারা দেশের তরুণ সমাজের ক্যারিয়ার গঠন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সামিট সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ, যেখানে তরুণদের উৎসাহিত করতে সমাজের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঢ ব উপ চ র য র সহক র
এছাড়াও পড়ুন:
যেসব জায়গায় আজ নামতে পারে বৃষ্টি
চৈত্রের শেষের দিকে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রার তেজ। এমন অবস্থায় দেশের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজ মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সংস্থাটি জানায়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।