শেরপুরে বিএনপি নেতা জাকারিয়া বাদল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের বিক্ষোভ মিছিল শেষে কালেক্টরেট চত্বরে মানববন্ধন করা হয়। কর্মসূচি শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এতে অংশ নেন নিহত বাদলের স্ত্রী ও সন্তানসহ স্থানীয় বাসিন্দারা। এর আগে সকালে ভীমগঞ্জ থেকে কয়েকশ মানুষ মিছিল নিয়ে ৯ কিলোমিটার হেঁটে শহরে আসেন। এ সময় তারা কামারিয়া ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক মো.

লুৎফর রহমানসহ আসামিদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বাদলের স্ত্রী পপি বেগম। এ সময় তাদের ছয় বছরের ছেলে তাবিব প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল। সেখানে লেখা ছিল, ‘বাবা হত্যার বিচার চাই’। বাদলের স্ত্রীর কান্না আর ছোট ছেলের বাবা হারানোর কষ্ট উপস্থিত সবাইকে অশ্রুসিক্ত করে তোলে।
পপি বেগম বলেন, বাদলের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত না ধরলে তারা দেশ ছেড়ে পালাবে। তিনি এমন তথ্য পেয়েছেন। পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়ার সময়ও তিনি এমন আশঙ্কার কথা জানান। 
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক পরিবেশ সম্পাদক হাসানুর রেজা জিয়া, তাঁতী দলের সভাপতি লালন মোল্লা, উপজেলা কমিটিরর যুগ্ম আহ্বায়ক মো. ছানুয়ার হোসেন ছানু, ছাত্রদলের সাবেক নেতা মাসুদ হাসান বাদল প্রমুখ।
জানা গেছে, সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি জাকারিয়া বাদলকে ভীমগঞ্জ মাদ্রাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন তাঁর দুই সহকর্মী। তিনি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের এজিএস ছিলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে বিরোধ ছিল বাদলের।
এ ঘটনায় নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে ২৩ জনের নামে হত্যা মামলা করেন। গত ১ মার্চ উপজেলা বিএনপি লুৎফরকে বহিষ্কার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ২৩ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নুর আলম অন্য মামলায় আগে থেকেই কারাগারে। লুৎফরসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব দল র স ত র ব এনপ র উপজ ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক গ্রীণ ইউনিভার্সিটির

ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে রূপগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন থেকে ইসরাইলের পণ্য বয়কটের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করা হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গোটা বিশ্বে আজ সবচেয়ে নিগৃহীত ফিলিস্তিনবাসী। নবজাতক ও শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকেও আজ ইসরাইলিরা নির্বিচারে গুলি করে হত্যা করছে।

আহত হয়ে বিনা চিকিৎসা মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত মানুষ। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব মানবতার আর চুপ থাকা উচিত নয়।

এ সময় তিনি নিহত প্রত্যেক ফিলিস্তিনির রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে সবাইকে দোয়ার করার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতার চরম মাত্রায় পৌঁছে গেছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত- এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা।

পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করা। মানববন্ধন শেষে জোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয় মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • লবণের ন্যায্যমূল্য চায় এনসিপি
  • রূপগঞ্জে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক গ্রীণ ইউনিভার্সিটির
  • তিন নদীতে দেদার বালু উত্তোলন ভাঙনের ঝুঁকিতে বাড়িঘর
  • গবি শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, প্রত্যাহার দাবি
  • ভারতে ওয়াক্‌ফ বিল পাসের নিন্দা জানাল ছাত্রশিবির
  • রংপুরে ফরম পূরণ করেও প্রবেশপত্র পায়নি ৭৩ এসএসসি পরীক্ষার্থী, মানববন্ধন
  • ভোলায় ‘নিরপরাধ’ ব্যক্তিদের আটকের অভিযোগ তুলে কোস্টগার্ডের বিরুদ্ধে বিএনপির মানববন্ধন
  • রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০