কাগজে–কলমে লড়াইটা মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। অন্য চোখে রোহিত শর্মা ও বিরাট কোহলির। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সে লড়াইয়ে রোহিত পারেননি। কিন্তু রোহিতের ঘরের মাঠে মানে মুম্বাইয়ের মাঠে কোহলি পেরেছেন। তাহলে ম্যাচের ফলটা কী বলুন তো?

ম্যাচটি যাঁরা দেখেননি, প্রশ্নটি তাঁদের জন্য। দেখলে তো ফল জানাই। না, গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট এ লড়াইয়ে কোনো অনিশ্চয়তা বা অভাবনীয় ফলের জন্ম দেয়নি। তারকাদ্যুতি, অভিজ্ঞতা বিচারে মুম্বাইয়ের সবচেয়ে বড় তারকা রোহিত যেমন এবার আইপিএলে আবার‌ও ব্যাট হাতে ব্যর্থ, তেমনি হেরেছে তাঁর দল মুম্বাইও।

বেঙ্গালুরুর ৫ উইকেটে ২২১ রান তাড়া করতে নেমে ১২ রানে হেরেছে এই ফ্র্যাঞ্চাইজি দলটি। বেঙ্গালুরুর এই জয়ে তাঁদের সবচেয়ে বড় তারকা কোহলির ব্যাট কিন্তু চওড়া হয়ে উঠেছে। ৪২ বলে করেন ৬৭ রান।

আরও পড়ুনকাল সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম২ ঘণ্টা আগে

মুম্বাই একেবারে খারাপও করেনি। টক্কর দিয়েছে ভালোই। জয়ের জন্য শেষ ওভারে হাতে ৪ উইকেটে রেখে ১৯ রানের দূরত্বে পিছিয়ে ছিল মুম্বাই। কাগজে–কলমে লক্ষ্যটা অসম্ভব না হলেও ব্যাটসম্যান যে ছিল না। ক্রুনাল পান্ডিয়ার করা শেষ ওভারে ৬ রান তোলার পথে ৩ উইকেট হারায় মুম্বাই। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০৯ রানে থেমেছে তাদের ইনিংস।

মোট ৪৩০ রানের এই ম্যাচ জিতে বেঙ্গালুরু এবার বেশ অদ্ভুত এক ধারাও বজায় রাখল। এবার আইপিএলে এ পর্যন্ত ৪ ম্যাচের মধ্যে প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচের সব কটিতেই জিতেছে বেঙ্গালুরু। হেরেছে শুধু নিজের মাঠে। এবার চিপকে জিতেছে ২০০৮ সালের পর প্রথমবারের মতো, আজ ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে বেঙ্গালুরুর গত ১০ বছরের মধ্যেও প্রথম।

রায়ান রিকেলটনের উইকেট নিয়ে বেঙ্গালুরুর উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান। 

ডোনাল্ড  ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।

তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে। 

সম্পর্কিত নিবন্ধ