সৃজনে-মননে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দেশজুড়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজ করছে সমকাল সুহৃদ সমাবেশ। এ যাত্রায় ঈশ্বরদীর সুহৃদরাও পিছিয়ে নেই। সেরা সুহৃদ উদযাপন, কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপজেলার সুহৃদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘সুহৃদ উৎসব’
এবার ঈদ আনন্দ একটু বেশিই ছিল ঈশ্বরদীর সুহৃদ সমাবেশের সদস্যদের। ভালো কাজের মূল্যায়ন ও অনুপ্রেরণা জোগাতে ২০২৩-২৪ সালে পরিচালিত কার্যক্রমের ওপর ভিত্তি করে ‘সেরা সুহৃদ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন তারা। ফলে সুহৃদদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছিল। তবে অনেক আগেই পরিকল্পনা ছিল সমকালের ২০ বছর উদযাপন, ঈদ পুনর্মিলনী ও সুহৃদ উৎসব আয়োজনের। ঈদের আগে থেকেই চলছিল উৎসব আয়োজনের প্রস্তুতি। দিনটি ছিল বৃহস্পতিবার। ঈশ্বরদীর গোকুলনগরে গোল্ডেন জাজিরা পার্টি সেন্টারে বিভিন্ন স্থান থেকে
একে একে আসতে শুরু করেন সুহৃদরা। নির্ধারিত সময়ের আগেই মিলনমেলায় পরিণত হয় ভেন্যু প্রাঙ্গণ। গল্প-আড্ডায় মেতে ওঠেন সুহৃদরা। একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চলে ছবি তোলার প্রতিযোগিতা।
এবারের উৎসবে মূল আকর্ষণ ছিল সেরা সুহৃদ হিসেবে পুরস্কার অর্জন। গত ২০ মার্চ পটুয়াখালী, রাজবাড়ী ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঈশ্বরদীর সুহৃদরাও পুরস্কৃত হন। তারা বিজয়ী ইউনিটের সঙ্গে মিলিত হন ঢাকা সুহৃদদের সঙ্গে। সমকাল কার্যালয় থেকে ফিরে উৎসবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে মিলিত হলেন সুহৃদরা।
নতুন সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী সমকালে যোগ দেওয়ার দিনেই তাঁর সঙ্গে পরিচিতি হওয়ার সুযোগ, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের দিকনির্দেশনা, সুহৃদ সম্পাদক আসাদুজ্জামানের সঙ্গে প্রাণবন্ত আলোচনার পাশাপাশি ঢাকার সুহৃদদের সঙ্গে পরিচয় ও আড্ডার গল্প শোনান পুরস্কার গ্রহণকারী সদস্যরা। দেশসেরা হওয়ার গল্প সুহৃদদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী জামিল আখতার এলাহী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহ্বুবুর রহমান পলাশ, ঈশ্বরদীর পৌর নির্বাহী কর্মকর্তা মো.
জামিল আখতার এলাহী বলেন, সুহৃদরা ঈশ্বরদীতে যেভাবে কাজ করে চলেছেন, তা দেখে অন্যরাও অনুপ্রাণিত হচ্ছেন। ভালো কাজগুলো অব্যাহত রাখতে হবে। সাংগঠনিক চর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
মাহ্বুবুর রহমান পলাশ বলেন, সুহৃদদের এ ঐক্যবদ্ধ পথচলা সমাজে দারুণ প্রভাব ফেলেছে। সামনের দিনে সুহৃদদের সঙ্গে আমরাও থাকব।
সুহৃদ আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দেশসেরা পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে আমরা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। এ যাত্রা অব্যাহত থাকবে।
সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর সভাপতি আব্দুল আলিম বিশ্বাস মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার। আলোচনা পর্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক গোলাম রসুল, রাজনীতিক নুরুল ইসলাম আক্কেল মালিথা, ব্যবসায়ী আব্দুস সামাদ, রফিকুল ইসলাম বাচ্চু, খন্দকার তৌফিক আলম সোহেল। অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম বাবলু, সুহৃদ ফিরোজ আহমেদ, হাসান চৌধুরী, দুর্জয় ইসলাম লিমন, আব্দুল্লাহ শামীম চঞ্চল, নাজমুল হক রঞ্জন, সজিবুর রহমান, তানহা ইসলাম শিমুল, রাকিবুল ইসলাম রূপম, খায়রুল ইসলাম সবুজ, আলমাস হোসেন হিটু, পরিতোষ পালসহ শতাধিক সুহৃদ ও শুভার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈশ্বরদীর সুহৃদ ইউনিটকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরবর্তী কর্মপরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী
উৎস: Samakal
কীওয়ার্ড: র ল ইসল ম অন ষ ঠ ন র রহম ন ক জ কর স হ দর অন প র প রস ক সমক ল
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ শনিবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুদ পেজে তিনি লিখেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫% থেকে বাড়িয়ে ৫০% করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আগে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পেতেন না। ২০০৩ সালের জুলাইয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকে তা কার্যকর হয়। তখন সিদ্ধান্ত হয়, শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের ৫০ শতাংশ। দুই ঈদে (অথবা পূজায়) ২৫ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা ২৫ শতাংশ উৎসব ভাতা পান। কর্মচারীদের জন্য ওই সভায় শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ঈদে ৫০ শতাংশ করে তা ভাগ করে দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছরের ৫ মার্চ উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষকদের উৎসব, বিনোদন, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাবে সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানায়, গত ঈদুল ফিতরে সারাদেশের প্রায় ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় ২৪০ কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয়। এর মধ্যে শুধু স্কুল ও কলেজ ২০ হাজার ৫৬৭টি। এর সঙ্গে মার্চ/২০২৫ মাসের বেতন হিসেবে দেওয়া হয় ৮৮৩ কোটি ৫১ লাখ ৪ হাজার ৭৫০ টাকা।
ঈদ বোনাস বর্তমানের চেয়ে অন্তত ২৫ শতাংশ বাড়তে পারে। সে ক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ আর কর্মচারীরা ৭৫ শতাংশ বোনাস পেতে পারেন।