সুহৃদ সমাবেশের আয়োজনে ও কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি সহস্রাধিক পথচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
অনুষ্ঠানে সাংবাদিক ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম, প্রেস ক্লাব সহসভাপতি মোবাশ্বের আলম লিটন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ সুহৃদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমকাল একটি পত্রিকা হয়েও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবে, তাদের জন্য কাজ করে– এটি অত্যন্ত ইতিবাচক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ র্যাবেন, আতাউর রহমান, কুইক, মামুন, জিহাদ, আতউল গনি, মিরাজ প্রমুখ। সুহৃদ সভাপতি ও কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক বিল্লাহ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।