সুহৃদ সমাবেশের আয়োজনে ও কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি সহস্রাধিক পথচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
অনুষ্ঠানে সাংবাদিক ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা বিএনপি নেতা জাকির হোসেন, নজরুল ইসলাম, প্রেস ক্লাব সহসভাপতি মোবাশ্বের আলম লিটন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ সুহৃদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমকাল একটি পত্রিকা হয়েও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভাবে, তাদের জন্য কাজ করে– এটি অত্যন্ত ইতিবাচক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ র্যাবেন, আতাউর রহমান, কুইক, মামুন, জিহাদ, আতউল গনি, মিরাজ প্রমুখ। সুহৃদ সভাপতি ও কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক বিল্লাহ। v
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
ভিয়েতনাম থেকে এল ২০ হাজার মেট্রিক টন আতপ চাল
ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি সই হওয়া জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। নমুনা পরীক্ষার পর চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।