ঈশ্বরদীতে একই মঞ্চে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। সমালোচকদের প্রশ্ন, আওয়ামী লীগের এই নেতাকে কি বিএনপি নেতা পৃষ্ঠপোষকতা করছেন?
জানা যায়, লেক ভাড়ইমারী আনন্দবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাশুড়িয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকার শহীদ মীর মুগ্ধ খেলার মাঠে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে তাঁর পাশে পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির  সহসভাপতি সাদ আহমেদকে দেখা যায়। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে কমেন্ট করেন, ‘একি দেখলাম’, ‘খুবই অবাক হলাম’ ইত্যাদি। এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব ও সাদ আহমেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, সলিমপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, বিএনপি নেতা রমজান আলী, ওহিদুল ইসলাম, নাজমুল হাসান মুকুল শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র ব এনপ

এছাড়াও পড়ুন:

উইলিয়ামস-ওয়েলচের জুটিতে পঞ্চাশ, জুটি ভাঙতে মরিয়া বাংলাদেশ

মধ্যাহ্ন বিরতির পর শতরান পেরিয়ে এগোচ্ছে জিম্বাবুয়ে। ওয়েলচ-উইলিয়ামস জুটিও ইতোমধ্যে পঞ্চাশ পেরিয়েছে। ওয়েলচ ৪৬ ও উইলিয়ামস ২৯ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১২৬ রান। বাংলাদেশ জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠেছে।

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

সম্পর্কিত নিবন্ধ