পুরস্কার বিতরণীর এক মঞ্চে বিএনপি ও আ’লীগ নেতা
Published: 7th, April 2025 GMT
ঈশ্বরদীতে একই মঞ্চে বিএনপি ও আওয়ামী লীগ নেতার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। সমালোচকদের প্রশ্ন, আওয়ামী লীগের এই নেতাকে কি বিএনপি নেতা পৃষ্ঠপোষকতা করছেন?
জানা যায়, লেক ভাড়ইমারী আনন্দবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাশুড়িয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকার শহীদ মীর মুগ্ধ খেলার মাঠে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে তাঁর পাশে পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সাদ আহমেদকে দেখা যায়। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে কমেন্ট করেন, ‘একি দেখলাম’, ‘খুবই অবাক হলাম’ ইত্যাদি। এ বিষয়ে হাবিবুর রহমান হাবিব ও সাদ আহমেদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন, সলিমপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, বিএনপি নেতা রমজান আলী, ওহিদুল ইসলাম, নাজমুল হাসান মুকুল শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।